‘ভারতীয় বিজ্ঞানীদের ওপর আস্থা নেই, এমন মুসলমানরা পাকিস্তান চলে যান’

“সোমনাথ ভারতীর সংস্পর্শে এসে বুদ্ধি নাশ হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের।”

‘ভারতীয় বিজ্ঞানীদের ওপর আস্থা নেই, এমন মুসলমানরা পাকিস্তান চলে যান’
ছবি - ফেসবুক
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2021 | 4:05 PM

নয়া দিল্লি: ফের একবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম (Sangeet Som)। তাজমহলকে ভারতীয় সংস্কৃতির ‘কলঙ্ক’ বলা এই নেতার নিশানায় এবার মুসলমানরা। সম্প্রতি করোনা টিকা নিয়ে কেন্দ্রের হঠকারিতার সমালোচনা করেছেন অনেকেই। এবার তাঁদের পাকিস্তানে চলে যাওয়া নিদান দিলেন গোবলয়ের কট্টরপন্থী নেতা সঙ্গীত।

উত্তর প্রদেশের সারধনার বিজেপি বিধায়কের বক্তব্য, “কিছু মুসলমান দেশের বিজ্ঞানী ও পুলিসকে বিশ্বাস করে না, এটা দুর্ভাগ্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরও তাঁদের কোনও আস্থা নেই। তাঁদের স্রেফ পাকিস্তানের ওপর বিশ্বাস আছে। ভারতীয় বিজ্ঞানীদের ওপর আস্থা না থাকলে পাকিস্তান চলে যান।”

আরও পড়ুন: তিন দিনের ইডি হেফাজতে ধৃত অ্যালকেমিস্ট কর্তা কেডি সিং

এখানেই থামেননি সঙ্গীত। বুধবার তাঁর নিশানার অগ্রভাগে ছিলেন কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করা কৃষক সহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। উত্তর প্রদেশের বিজেপি বিধায়কের মন্তব্য, যারা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের তিন কৃষি আইনের বিরোধিতা করছেন, তাঁরাই আসলে ‘কৃষক বিরোধী’।

আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গের মুসলমানরা সব থেকে বেশি গরিব এবং অশিক্ষিত’, মন্তব্য দিলীপ ঘোষের

সোমবার গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী। সেই প্রসঙ্গ টেনে দিল্লির মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সঙ্গীত বলেন, “সোমনাথ ভারতীর সংস্পর্শে এসে বুদ্ধি নাশ হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের।”