Rahul Gandhi Marriage: রাহুল গান্ধীর বিয়ের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব হরিয়ানার কৃষক মহিলাদেরই দিলেন সনিয়া!

Sonia Gandhi: সম্প্রতি হরিয়ানার সোনিপত থেকে দিল্লি বেড়াতে আসা একদল মহিলার সঙ্গে মধ্যাহ্নভোজ করেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী এবং সনিয়া গান্ধী। তখনই রাহুল গান্ধীর বিষয়ে এই মন্তব্য করেন সনিয়া গান্ধী।

Rahul Gandhi Marriage: রাহুল গান্ধীর বিয়ের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব হরিয়ানার কৃষক মহিলাদেরই দিলেন সনিয়া!
হরিয়ানার মহিলাদের সঙ্গে রাহুল-সনিয়া। Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 3:22 PM

নয়া দিল্লি: বয়স ৫০ পেরিয়েছে। কিন্তু, বয়সে কী আসে যায়! এখনও ‘যুবরাজ’ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) বিয়ে করার জন্য মুখিয়ে অনেক যুবতি, মহিলা। তিনি কেন বিয়ে করছেন না, কোন মেয়েকে তাঁর পছন্দ- তা নিয়ে আজও হাজার জল্পনা শোনা যায়। যদিও এব্যাপারে রাহুল গান্ধী বা গান্ধী পরিবারের তরফে কখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এবার রাহুল গান্ধীর জন্য মেয়ে খোঁজার দায়িত্ব হরিয়ানা কৃষক পরিবারের মহিলাদের দিলেন খোদ সনিয়া গান্ধী (Sonia Gandhi)। সম্প্রতি হরিয়ানার মহিলাদের সঙ্গে সনিয়া গান্ধীর কথোপকথনের প্রেক্ষিতে এমনটাই জানা যাচ্ছে।

আদতে কী বলেছেন সনিয়া গান্ধী?

হরিয়ানার কৃষক পরিবারের মহিলাদের একজন সনিয়া গান্ধীর কাছে রাহুল গান্ধীর বিয়ের ব্যাপারে প্রশ্ন করেন। তখনই জবাবে সনিয়া গান্ধী বলেন, “আপনারা কেন তাঁর জন্য একটা যোগ্য মেয়ে খুঁজছেন না?”

সম্প্রতি হরিয়ানার সোনিপত থেকে দিল্লি বেড়াতে আসা একদল মহিলার সঙ্গে মধ্যাহ্নভোজ করেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী এবং সনিয়া গান্ধী। হরিয়ানার ওই কৃষক পরিবারের মহিলার সঙ্গে দীর্ঘ আলাপচারিত করেন গান্ধী পরিবারের সদস্যরা। তখনই রাহুল গান্ধীর বিষয়ে এই মন্তব্য করেন সনিয়া গান্ধী।

হরিয়ানার সোনিপত দিয়ে  ‘ভারত জোড়ো যাত্রা’ করার সময় রাহুল গান্ধী সেখানকার এক গ্রামে কৃষক মহিলাদের সঙ্গে আলাচারিতা করেন। তখন তিনি ওই মহিলাদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানান এবং তাঁর বাড়িতে একসঙ্গে মধ্যাহ্নভোজ করার প্রতিশ্রুতি দেন।

রাহুল গান্ধীর সেই আমন্ত্রণ গ্রহণ করে ওই মহিলারা দিল্লি আসেন। তাঁদের বাড়িতে এনে তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজ করে পুরো গান্ধী পরিবার। তাঁদের সঙ্গে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর আলাপচারিতার মুহূর্তের ছবি রাহুল গান্ধী ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছলেন, “কিছু বিশেষ অতিথির সঙ্গে, এটা মা, প্রিয়ঙ্কা এবং আমার জন্য একটা স্মরণীয় দিন। সোনিপতের কৃষক দিদিরা দিল্লি বেড়াতে এসেছেন অনেক উপহার নিয়ে এসেছেন এবং অনেক মজার কথা হল। আমরা অনেক মূল্যবাণ উপহার পেয়েছি- দেশি ঘি, মিষ্টি লস্যি, ঘরে তৈরি আচার এবং অনেক ভালবাসা।”

View this post on Instagram

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)

রাহুল গান্ধীর সেই ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। এক ঘণ্টার মধ্যেই প্রায় ৫ লক্ষ দর্শক সেটি দেখেন এবং অনেকেই মন্তব্য করেন। যার মধ্যে একজন লিখেছেন, “তিনিই (রাহুল গান্ধী) সাধারণ মানুষের জন্য প্রকৃত সঙ্গী। মনে হচ্ছে, ২০২৪ সালে তিনি এটা করে দেখাবেন।”