AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Post Poll Violence : সুপ্রিম কোর্টে স্বস্তি সুফিয়ানের, আগাম জামিনের আবেদন মঞ্জুর

Post Poll Violence : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে নন্দীগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছিল। বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃত্যুর তদন্তে উঠে আসে সুফিয়ানের নাম।

Post Poll Violence : সুপ্রিম কোর্টে স্বস্তি সুফিয়ানের, আগাম জামিনের আবেদন মঞ্জুর
ধর্ষণের চেষ্টার মামলায় নাম শেখ সুফিয়ানের। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 12:03 PM
Share

নয়া দিল্লি : ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় অবশেষে শীর্ষ আদালতে স্বস্তি পেলেন তৃণমূল (TMC) নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের পোলিং এজেন্ট শেখ সুফিয়ান (Seikh Sufian)। বুধবার সুফিয়ানের আবেদনের ভিত্তিতে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর আগে কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এরপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার ছিল সেই মামলার শুনানি। আবেদন মঞ্জুর হলেও বেশ কিছু শর্ত চাপানো হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি এএস ওকা। নন্দীগ্রামে (Nandigram) বিজেপি নেতা দেবব্রত মাইতির মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে শেখ সুফিয়ানের। তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই (CBI)।

বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চে এ দিন ছিল এই মামলার শুনানি। গত সপ্তাহে এই মামলার রায় সংরক্ষণ করা হয়েছিল। বুধবার সেই আবেদনের শুনানির পর বিচারপতি জানান, আগাম জামিন মঞ্জুর করা হয়েছে, তবে আদালতের তরফে শর্ত চাপানো হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার আপলোড না হওয়ায়, কী কী শর্ত চাপানো হয়েছে, তা স্পষ্ট নয়।এর আগে শেখ সুফিয়ানকে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দেয়।

দেবব্রত মাইতি খুনে নাম জড়ায় সুফিয়ানের

বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসার ঘটনায় ২০২১-এর ৩ মে আক্রান্ত হন দেবব্রত মাইতি। পরে ১৩ মে তাঁর মৃত্যু হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এর পর হাই কোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তভার যায় সিবিআই-র হাতে। অতঃপর সিবিআইয়ের প্রতিনিধিদল দেবব্রত মাইতির বাড়িতেও যান। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে একাধিক তথ্য নেন। রেকর্ড করা হয় তাঁদের বয়ানও। এই খুনের ঘটনাতেই অভিযুক্তের তালিকায় নাম ওঠে সেখ সুফিয়ানের। পাল্টা সুফিয়ান এই অভিযোগ অস্বীকার করেন। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তোলেন তিনি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা