RG Kar BREAKING: আগামিকাল সুপ্রিম কোর্টে হচ্ছে না আরজি কর মামলার শুনানি

নোটিস দিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার। কয়েকদিন ধরেই কোর্টে আসছেন না প্রধান বিচারপতি। সূত্রের খবর, অসুস্থতার কারণেই তাঁকে কোর্টে দেখা যাচ্ছে না। বৃহস্পতিবারও তিনি কোর্টে আসতে পারছেন। নোটিস জারি করে ইতিমধ্যেই এ কথা জানানো হয়েছে।

RG Kar BREAKING: আগামিকাল সুপ্রিম কোর্টে হচ্ছে না আরজি কর মামলার শুনানি
সোমবার আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2024 | 8:22 PM

নয়া দিল্লি: নজর ছিল সব মহলের। তাকিয়ে ছিল গোটা দেশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি স্থগিত। বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। নোটিস দিয়ে জানালেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার। কয়েকদিন ধরেই কোর্টে আসছেন না প্রধান বিচারপতি। সূত্রের খবর, অসুস্থতার কারণেই তাঁকে কোর্টে দেখা যাচ্ছে না। বৃহস্পতিবারও তিনি কোর্টে আসতে পারছেন না। নোটিস জারি করে ইতিমধ্যেই এ কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, যে সমস্ত মামলাগুলির ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আংশিকভাবে শুনানি হয়েছে সেই বিষয়ে যে বেঞ্চ শুনানি করে তাঁরাই সিংহভাগ ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখে। অর্থাৎ তার মধ্যে যদি কোন বিচারপতি উপস্থিত না থাকেন তাহলে সংশ্লিষ্ট দিনে শুনানি হয় না। অন্য তারিখ দেওয়া হয়। তাহলে কবে হতে পারে শুনানি? সূত্রে খবর, দ্রুত এ বিষয়ে নতুন বিবৃতি আসতে পারে দেশের শীর্ষ আদালতের তরফে। অন্য বেঞ্চে কী সরে যাবে মামলা? ওয়াকিবহাল মহল বলছে, মূলত এ বিষয়ে সিদ্ধান্ত নেন বেঞ্চের বাকি বিচারপতিরা। তবে মূল সিদ্ধান্ত প্রধান বিচারপতিকে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট বা যে কোনও কোর্টে যিনি প্রধান বিচারপতি থাকেন তাঁকে বলা হয় ‘মাস্টার অফ রস্টার’। তিনি ঠিক করে দেন কোন মামলা কোন বেঞ্চে শুনানি হবে। এদিকে এই মামলার গুরুত্ব-তাৎপর্য যে অত্যন্ত বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই আবার প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার সুয়োমটো কগনিজেন্স নিয়েছে। সে ক্ষেত্রে এই মামলা অন্য কোনও বেঞ্চে পাঠানো হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। যে নোটিস এখনও পর্যন্ত এসেছে তাতে প্রধান বিচারপতির এজলাসে ৬ নম্বরে রয়েছে আরজি কর মামলা। সূত্রের খবর, রাত ৯টা নাগাদ একটি পরিবর্তিত মামলার তালিকা আসতে পারে। তখনই জানা যাবে এই মামলার ভবিষ্যত কী হতে চলেছে।