AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on SSC: ‘আপনারা অনেকের জীবন নষ্ট করেছেন…’, এসএসসি-র দাগিদের নিয়ে আবারও বিরক্ত সুপ্রিম কোর্ট

Supreme Court on SSC: অযোগ্যদের পক্ষে আগেও সওয়াল করতে দেখা গিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, চাকরি তো গিয়েছেই, অন্তত নতুন নিয়োগে সুযোগ দেওয়া হোক।

Supreme Court on SSC: 'আপনারা অনেকের জীবন নষ্ট করেছেন...', এসএসসি-র দাগিদের নিয়ে আবারও বিরক্ত সুপ্রিম কোর্ট
রাজ্যকে ধমক হাইকোর্টের
| Edited By: | Updated on: Sep 04, 2025 | 2:11 PM
Share

নয়া দিল্লি: অযোগ্যদের আবেদনে আবারও বিরক্ত সুপ্রিম কোর্ট। বারবার বলা সত্ত্বেও কেন অযোগ্যদের নিয়োগে অংশ নেওয়ার আবেদন আসছে! তাতেই অসন্তুষ্ট শীর্ষ আদালত। বৃহস্পতিবার ফের রাজ্যকে কড়া ভর্ৎসনা করেছে ডিভিশন বেঞ্চ। এদিন ফের বিচারপতি সঞ্জীব কুমারের ডিভিশন বেঞ্চে আবেদন জানান কয়েকজন। সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, এদিন কয়েকজন প্রতিবন্ধী প্রার্থী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। নতুন নিয়োগের পরীক্ষায় বসার আবেদন জানান তাঁরা। তাঁদের কাছে কিছু নথি দেখতে চান বিচারপতিরা। কিন্তু সেই নথি তাঁরা দেখাতে পারেননি। এরপর ক্ষুব্ধ হয় ডিভিশন বেঞ্চ। বিচারপতি বলেন, “বারবার বলেছি দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। তারপরও রোজ রোজ এই মামলা শুনতে হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি অযোগ্যদের তালিকা প্রকাশ পেয়েছে। তারপর একদিকে ৩৫০ অযোগ্য চাকরিহারা শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তারপর সুপ্রিম কোর্টেও আবেদন জানালেন বেশ কয়েকজন। সেই আবেদন এদিন খারিজ হয়ে গেল। রাজ্যকে সুপ্রিম কোর্ট বলেছে, ‘আপনারা অনেকের জীবন নষ্ট করেছেন।’ রাজ্য তথা অ্যাডভোকেট জেনারেল কেন দাগিদের পক্ষে সওয়াল করছেন, সেই প্রশ্ন তুলেও এদিন ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট।