AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shiv Sena: সুপ্রিম কোর্ট থেকেও উদ্ধবকে ফিরতে হল ‘মশাল’ হাতে, শিবসেনা শিন্ডেরই

Real Shiv Sena Row: শিবসেনা দলের নাম প্রতীকের অধিকার নিয়ে মামলায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে রাজি হল না শীর্ষ আদালত।

Shiv Sena: সুপ্রিম কোর্ট থেকেও উদ্ধবকে ফিরতে হল 'মশাল' হাতে, শিবসেনা শিন্ডেরই
সুপ্রিম কোর্ট থেকেও নিরাশ হয়ে ফিরতে হল উদ্ধব ঠাকরেকে
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 7:14 PM
Share

নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট থেকে নিরাশ হয়েই ফিরতে হল উদ্ধব ঠাকরেকে। শিবসেনা দলের নাম প্রতীকের অধিকার নিয়ে মামলায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে রাজি হল না শীর্ষ আদালত। যদিও এই বিষয়ে একনাথ শিন্ডে ক্যাম্পের জবাব তলব করেছে আদালত। গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি), কমিশন শিবসেনা দলের নাম এবং তীর-ধনুক প্রতীক ব্যবহারের অধিকার শিন্ডে গোষ্ঠীকে দিয়েছিল। সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন উদ্ধব ঠাকরে। এদিন, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার বেঞ্চ জানিয়েছে, শিবসেনার নাম ও প্রতীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরই ব্যবহার করতে পারবে। আপাতত উদ্ধব ঠাকরেকে ‘জ্বলন্ত মশাল’ প্রতীক নিয়েই চলতে হবে। সেই সঙ্গে তারা শিবসনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নাম ব্যবহার করতে পারবে।

এদিন, শীর্ষ আদালতে উদ্ধব ঠাকরের পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। মঙ্গলবারই শিবসেনার সংসদীয় কার্যালয় শিন্দে শিবির দখল করেছে জানিয়ে তিনি আদালতে সুরক্ষার আবেদন করেন। তিনি বলেন, “আমরা সুরক্ষা চাই। আমরা চাই না যে আমাদের সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি দখল করা হোক।” অন্যদিকে, শিন্দে শিবিরের পক্ষ থেকে হাইকোর্ট ইতিমধ্যেই এই বিষয়ে শুনানি করতে প্রত্যাখ্যান করেছে তা জানিয়ে এই বিষয়ে কেন শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে, সেই প্রশ্ন তোলা হয়। আদালত জানায়, এই পর্যায়ে নির্বাচন কমিশনের আদেশের উপর স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনের আদেশের বাইরে যদি শিন্ডে গোষ্ঠী কোনও পদক্ষেপ নেয়, তার বিরুদ্ধে ঠাকরে শিবির আইনি পদক্ষেপ করতে পারে।

২০২২ সালের জুনে দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন একনাথ শিন্ডে। তারপর দল দুটি গোষ্ঠীতে ভেঙে যায়। সেই থেকে শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বিরোধ চলছে। শিন্ডে গোষ্ঠীর অভিযোগ, কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট গড়ে সরকার চালাতে গিয়ে বাল ঠাকরের আদর্শ লঙ্ঘন করেছেন উদ্ধব ঠাকরে। অন্যদিকে, উদ্ধব ঠাকরে এই অভিযোগ উড়িয়ে দিয়ে এই বিদ্রোহকে একনাথ শিন্ডে এবং বিজেপির ক্ষমতার লোভ বলে দাবি করেছেন। তিনি দাবি করেছিলেন শিবসেনার ‘তীর-ধনুক’ প্রতীক আইন অনুসারে তাঁর গোষ্ঠীর হাতেই থাকবে। গত 8 অক্টোবর, নির্বাচন কমিশন দুই গোষ্ঠীকেই আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা না করা পর্যন্ত শিবসেনার নাম বা এর প্রতীক ব্যবহার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। তবে সম্প্রতি সেই রায় ঘোষণা করা হয়েছে। নাম ও প্রতীক পেয়েছে শিন্ডে শিবির।