রেলমন্ত্রীকে ‘বিশেষ আবেদন’ শুভেন্দুর, শাহি-দুয়ারে গিয়ে জল্পনা বাড়ালেন সৌমিত্রও
শুভেন্দু এ দিন সন্ধ্যায় দেখা করেছেন রেল তথা তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও। ফলে জল্পনা আরও তীব্রতর হয়েছে রাজনৈতিক মহলে।
নয়া দিল্লি: বিরোধী দলনেতা হওয়ার পর এই নিয়ে ৩ বার। প্রায় প্রত্যেক মাসেই একাধিকবার দিল্লি সফর করছেন শুভেন্দু অধিকারী। শুক্রবারও রাজধানীতে তিনি প্রথমে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। অন্যদিকে তাঁর দেখা করার কয়েক ঘণ্টার মধ্যে অমিতের দুয়ারে হাজির হন রাজ্যের যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। একই দিনে অমিত শাহের সঙ্গে দুই নেতার এই সাক্ষাৎ ঘিরে জল্পনার জাল বোনা শুরু করেছে রাজনৈতিক মহল। পাশাপাশি শুভেন্দু এ দিন সন্ধ্যায় দেখা করেছেন রেল তথা তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও। ফলে জল্পনা আরও তীব্রতর হয়েছে রাজনৈতিক মহলে।
সবার প্রথম অমিত শাহের সঙ্গে দেখা করে এ দিন ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের নালিশ জানান নন্দীগ্রামের বিধায়ক। অন্যদিকে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে ‘বিশেষ আবেদন’ জানান শুভেন্দু। কী সেই আবেদন? সাক্ষাতের ছবি টুইট করে শুভেন্দু লেখেন, নন্দীগ্রামে রেল স্টেশন তৈরির কাজ যেন যত দ্রুত সম্ভব শুরু করা হয়। সেই আবেদন তিনি জানিয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাসও রেলমন্ত্রী দিয়েছেন বলে দাবি করেন শুভেন্দু।
Met with Honorable Railway Minister Shri @AshwiniVaishnaw ji and requested him to restart the stalled Nandigram Railway Project at the earliest. He has assured me of prompt action regarding this. pic.twitter.com/ppHLAmwlY1
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 23, 2021
এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও এ দিন দেখা করেছেন। সেই সঙ্গে টুইটারে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, মনরেগার বাস্তবায়নে নাকি পশ্চিমবঙ্গে ব্যাপক বেনিয়ম চলছে। এমনকী, বিজেপি কর্মীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকেও বঞ্চিত রাখা হচ্ছে শুভেন্দু অভিযোগ তুলেছেন।
Glad to meet Minister of Rural Development & Panchayati Raj Sri @girirajsinghbjp ji. Apprised him about the rampant malpractice, prevalent in WB in the execution of MGNREGA. Told him how BJP karyakartas of WB are being deprived of the benefits of PM Awas Yojna, some even midway. pic.twitter.com/rSRL8uc5ww
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 23, 2021
এরপর সবার শেষে তিনি দেখা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। সেই বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়েই আলোচনা হয় বলে খবর সূত্রের।
Glad to meet Sri @JPNadda ji at BJP headquarters in New Delhi. Discussed various issues with the National President of BJP. pic.twitter.com/EM3gymCYVb
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 23, 2021
শুভেন্দুর সক্রিয়তা তো বরাবরই রয়েছে। তবে শুক্রবার দিল্লিতে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর শাহি বাসভবনে উপস্থিতির জেরেও কম জল্পনা ছড়ায়নি রাজনৈতিক মহলে। বিশেষ করে গত ক’দিন আগেই তিনি যেভাবে দলের বিরুদ্ধেই মুখ খুলেছেন, তার দিনকয়েকের মধ্যেই এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের পরই যেভাবে তিনি ফেসবুকে ঘোষণা করে যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দেন, এবং কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেন, সেই ঘটনার পর এটাই ছিল শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ। যেখানে কী নিয়ে কথা হয়েছে তা সৌমিত্র জানাননি। তবে টুইটে লিখেছেন, বিজেপির হয়ে কাজ তিনি পশ্চিমবঙ্গে চালিয়ে যাবেন।
Today I had a meeting with the Home Minister of India @AmitShah. He blessed me and asked work better in Bengal. I will also work for Bengal like that and take BJP further. @AmitShahOffice @BJP4India @BJP4Bengal pic.twitter.com/VStxg9ndtP
— Saumitra khan (@KhanSaumitra) July 23, 2021