‘আমরা দুঃখিত’, চিত্র সাংবাদিক দানিশের মৃত্যুতে দায় এড়াল তালিবান
Taliban on Danish Siddiqui's death: তালিবানের মুখপাত্র জ়াবিউল্লাহ মুজাহিদ বলেন, "আমরা জানিনা কার গুলিতে ওই চিত্র সাংবাদিকের মৃত্যু হয়েছে। কীভাবে ওনার মৃত্যু হয়েছে, তা আমাদের জানা নেই।"
কাবুল: ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি(Danish Siddiqui)-র মৃত্যুতে শোক প্রকাশ করল তালিবান (Taliban) সংগঠন। সন্ত্রাসবাদী সংগঠনের তরফে জানানো হয়, তারা জানেন না কীভাবে মৃত্যু হয়েছে দানিশের।
শুক্রবার কান্দাহরে স্পিন বলডক অঞ্চলে আফগান সেনা ও তালিবানিদের মধ্যে সংঘর্ষের ছবি তুলছিলেন রয়টার্স সংবাদসংস্থার চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। সেই সময়ই গুলির আঘাতে তাঁর মৃত্যু হয়। ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই টুইট করে দানিশের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এক আফগান কম্যান্ডার জানান, আফগান স্পেশাল ফোর্স স্পিন বলডক এলাকার মূল বাজারের অংশ পুনর্উদ্ধারের চেষ্টা করছিল তালিবানিদের হাত থেকে। দুই পক্ষের গুলির লড়াইয়েই দানিশ ও এক উচ্চ পদস্থ আফগান সেনাকর্মী নিহত হন।
ইতিমধ্যেই তালিবান সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের হাতে দানিশ সিদ্দিকির মৃতদেহ তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ আইসিআরসি-র সঙ্গে যোগাযোগ করে দানিশের দেহ দেশে ফেরানোর ব্যবস্থা করছে। আরও পড়ুন: কোভিশিল্ড অনুমোদনের আবেদনই জমা পড়েনি, বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের দাবিতে