Minor Assaulted: অসহায় কিশোরীকে বার বার ধর্ষণ, গ্রেফতার ১১

জানা গিয়েছে, গত বছর ১৭ ডিসেম্বর জন্মদিন ছিল ওই নাবালিকা কিশোরীর। তার বাবা-মা পরিযায়ী শ্রমিক। ১৭ ডিসেম্বর নাবালিকার জন্মদিন পালনের অছিলায় এক যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। জন্মদিনের মধ্যেই তাকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এর পর ওই যুবক নিজের এক বন্ধুকে নিয়ে আসে। তার পর ২ জন মিলে গণধর্ষণ করে কিশোরীকে।

Minor Assaulted: অসহায় কিশোরীকে বার বার ধর্ষণ, গ্রেফতার ১১
প্রতীকী ছবিImage Credit source: AP
Follow Us:
| Updated on: Jan 05, 2024 | 7:30 AM

বিশাখাপত্তনম: এক নাবালিকা কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল ১১ জন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে। জানা গিয়েছে, ওই নির্যাতিতা ঝাড়খণ্ডের বাসিন্দা। তার বাবা-মা কাজের সূত্রে এসেছিলেন বিশাখাপত্তনমে। সেখানেই একাধিক জন একাধিক বার নাবালিকাকে ধর্ষণ করেছএ বলে অভিযোগ। ঘটনা নিয়ে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

জানা গিয়েছে, গত বছর ১৭ ডিসেম্বর জন্মদিন ছিল ওই নাবালিকা কিশোরীর। তার বাবা-মা পরিযায়ী শ্রমিক। ১৭ ডিসেম্বর নাবালিকার জন্মদিন পালনের অছিলায় এক যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। জন্মদিনের মধ্যেই তাকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এর পর ওই যুবক নিজের এক বন্ধুকে নিয়ে আসে। তার পর ২ জন মিলে গণধর্ষণ করে কিশোরীকে।

এই অত্যাচার সহ্য করতে না পেরে বিশাখাপত্তনমের আরকে বিচে আত্মহত্যা করতে যায় ওই কিশোরী। তখন তাঁকে এক ফোটোগ্রাফার দেখতে পায়। সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ওই ফোটোগ্রাফার নাবালিকাকে একটি লজে নিয়ে যায়।ষ এবং সেখানে ধর্ষণ করে বলে অভিযোগ। এর পর তাঁকে অপর একটি ঘরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সেখানে অভিযুক্ত ফোটোগ্রাফারের ৭-৮ জন বন্ধু নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। ২০, ২১, ২২ ডিসেম্বর নাবালিকাকে আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তাদের হাত থেকে কোনও মতে পালিয়ে ট্রেন ধরে নেয় ওই নাবালিকা। ওড়িশায় পৌঁছে যায়।

মেয়ে বাড়ি না ফেরায় ওই নাবালিকার বাবা-মা নিখোঁজের অভিযোগ করে থানায়। তার পর তদন্তে নেমে ওড়িশা থেকে উদ্ধার করা হয় ওই নির্যাতিতাকে। নির্যাতিতার বয়ান অনুযায়ী ভারতীয় দণ্ডবিধিরর একাধিক ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের কাউন্সেলিং চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।