Jammu and Kashmir: কাশ্মীরে পুলিশ পরিবারের বাড়িতে জঙ্গি হামলা, নির্বিচারে গুলি!

Terrorist attack: অতর্কিত এই হামলায় স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) ইশফাক আহমেদ দার শহিদ হন। জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছিলেন তাঁর ভাই উমর আহমেদও। রবিবার সকালে উমর আহমেদও হাসপাতালে মারা যান।

Jammu and Kashmir: কাশ্মীরে পুলিশ পরিবারের বাড়িতে জঙ্গি হামলা, নির্বিচারে গুলি!
রেহাই পাচ্ছেন না পুলিশকর্মীদের পরিবারও (ছবি -ANI)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 6:58 PM

শ্রীনগর : ফের উত্তপ্ত কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বুদগামে এবার পুলিশকর্মীর পরিবারের উপর হামলা চালাল জঙ্গিরা (Terrorist)। হামলায় ওই পরিবারের দুই ভাই নিহত হয়েছেন। রবিবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় জঙ্গিরা জোর করে বুদগামের ওই পুলিশ পরিবারের বাড়িতে ঢুকে পড়ে এবং গুলি চালাতে শুরু করে। অতর্কিত এই হামলায় স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) ইশফাক আহমেদ দার শহিদ হন। জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছেন তাঁর ভাই উমর আহমেদও। রবিবার সকালে উমর আহমেদও হাসপাতালে মারা যান।

আজ বুদগামের চাদবুগ গ্রামে ওই পুলিশ অফিসার ও তাঁর ভাইয়ের শেষ কৃত্য সম্পন্ন হয়। তাঁদের শেষ কৃত্য়ের সময় যোগ দিয়েছিলেন বহু মানুষ। এলাকার স্থানীয়রা দুই ভাইকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হওয়ার পর ওই পরিবারের একজন সদস্য জানান, দুই ভাইয়ের মৃত্যুর পর তাঁরা আর এই গ্রামে থাকবেন না। তাঁরা এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাবেন। উল্লেখ্য ওই পরিবারের তিনজন পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন।

শনিবার সন্ধ্যার এই হামলাটি চলতি মাসে কাশ্মীর উপত্যকায় যে ধারাবাহিক জঙ্গি হামলার ঘটনা হয়ে আসছে, তারই নবতম সংযোজন। এর আগে চলতি বছরের মার্চের শুরুতে, কাশ্মীরে পৃথক পৃথক জঙ্গি হামলায় তিনজন স্থানীয় পঞ্চায়েত সদস্যের মৃত্যু হয়েছিল। গত মঙ্গলবার, শ্রীনগরে পুলিশের টহলদারির সময় জঙ্গি হামলায় একজন পুলিশকর্মী শহিদ হয়েছিলেন। এদিকে বুদগামের ওই পুলিশ পরিবারের উপর হামলা চলতি মাসে বুদগাম জেলায় তৃতীয় জঙ্গি হামলা। মধ্য কাশ্মীরের এই জেলাটিতে এতদিন পর্যন্ত সেভাবে কোনও জঙ্গি কার্যকলাপ দেখা যেত না। কিন্তু এখন একের পর এক জঙ্গি হামলার সাক্ষী থাকছে বুদগাম। উল্লেখ্য, সম্প্রতি বুদগামে জঙ্গিদের হাতে এক সেনা জওয়ানের অপহরণ ও হত্যার ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন : Steel Road: বদলে যাবে রাস্তা তৈরির ধরনই! বর্জ্য দিয়েই তৈরি হল দেশের প্রথম ইস্পাতের রাস্তা