‘অক্টোবরেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ’, এ বারও কি জাঁকজমকহীন দুর্গাপুজো?

আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়ালের নেতৃত্বে গবেষণায় উঠে এসেছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয় কবে শেষ হবে সে কথাও।

'অক্টোবরেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ', এ বারও কি জাঁকজমকহীন দুর্গাপুজো?
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 09, 2021 | 1:24 PM

কলকাতা: করোনার (COVID) দ্বিতীয় ঢেউয়ে ভাসছে গোটা দেশ। বেলাগাম সংক্রমণের জেরে জেরবার সারা ভারত। এর মধ্যেই চোখ রাঙাতে শুরু করল তৃতীয় ঢেউ। আইআইটি কানপুরের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরেই দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। তবে তৃতীয় ঢেউয়ের প্রভাব সম্পর্কে এখনই কিছু বলতে পারছেন না গবেষকরা। সেখান থেকেই উৎসব প্রিয় বাঙালির মনে সংশয় জাগছে, তাহলে কি এ বারও গত বারের ন্যায় জাঁকজমকহীন দুর্গাপুজো!

আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়ালের নেতৃত্বে গবেষণায় উঠে এসেছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয় কবে শেষ হবে সে কথাও। আইআইটি কানপুরের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের ১০-১৫ তারিখের মধ্যে শিখরে উঠবে দ্বিতীয় ঢেউ। জুন মাসের শেষ থেকে কমতে শুরু করবে সংক্রমণের গতি। যা থিতু হবে জুলাইয়ে। আইআইটি কানপুরের গবেষণা বলছে, মহারাষ্ট্র ইতিমধ্যেই সংক্রমণের শিখরে পৌঁছে গিয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই সংক্রমণের শিখরে উঠবে উত্তর প্রদেশ, গুজরাট, দিল্লি ও পশ্চিমবঙ্গ। তারপর কমতে শুরু করবে সংক্রমণ।

১০-১৫ মে-র মধ্যে শিখরে উঠলে তা অন্তত ২ সপ্তাহ শিখরেই থাকবে। এরপর আসতে আসতে কমবে সংক্রমণ। এমনটাই বলছে কানপুরের গবেষণা। পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দেশের অধিকাংশ মানুষ ভ্যাকসিন পেয়ে যাবেন। কিন্তু শিশুরা তখনও ভ্যাকসিন পাবে না। সে ক্ষেত্রে কী প্রভাব পড়বে তৃতীয় ঢেউয়ের তা আলোচনা সাপেক্ষ। এর আগে কেন্দ্রীয় বিজ্ঞান উপদেষ্টা ডঃ কে বিজয়রাঘবন বলেছেন,“সংক্রমণের তৃতীয় ঢেউ অনিবার্য। ভাইরাস দ্রুত গতিতে ছড়াচ্ছে। তবে এটা পরিস্কার নয়, কবে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ। তাই প্রস্তুতি সেরে নিতে হবে।” এখন যদি আইআইটি কানপুরের পূর্বাভাস মিলে যায়, তাহলে নিঃসন্দেহে তৃতীয় ঢেউয়ের জন্য অত্যন্ত কম সময় ভারতের হাতে রয়েছে।

অক্টোবর মাসের ১১ তারিখ দুর্গাপুজো। আর অক্টোবরে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে অনুমান। সে ক্ষেত্রে ফের জাঁকজমকহীন পুজো হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: কবে মাটিতে নামবে আকাশছোঁয়া দৈনিক সংক্রমণ? পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টার