Maternity Leave: ১ বছরের মাতৃত্বকালীন ছুটি, সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা ভারতের এই রাজ্যে

মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পুরুষদের জন্য এক মাসের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীদের এ সুবিধা দিতে সার্ভিস রুলে পরিবর্তন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Maternity Leave: ১ বছরের মাতৃত্বকালীন ছুটি, সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা ভারতের এই রাজ্যে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 6:07 PM

গ্যাংটক: ১২ মাস অর্থাৎ ১ বছর মাতৃত্বকালীন ছুটি পাবেন মহিলারা। মহিলাদের সুবিধার জন্য এই পরিবর্তন আনছে সিকিম। বুধবার সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই ঘোষণা করেছেন। সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন তিনি। মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পুরুষদের জন্য এক মাসের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীদের এ সুবিধা দিতে সার্ভিস রুলে পরিবর্তন করা হবে বলেও জানিয়েছেন তিনি। এই নতুন সুবিধার জেরে সরকারি কর্মীদের বাচ্চা এবং পরিবারের দেখভাল আরও ভালভাবে করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ম্যাটারনিটি বেনেফিট অ্যাক্ট, ১৯৭৬১ অনুযায়ী কর্মরত মহিলারা ৬ মাস বা ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি নিতে পারেন। অন্তঃসত্ত্বা অবস্থায় বা সন্তান জন্মের পর মহিলারা যাতে নিজেদের এবং সন্তানের দেখভাল করতে পারেন, সে জন্যই এই সবেতন ছুটি। সেই ছুটিই এ বার বাড়ল সিকিমে।

মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের প্রশংসা শোনা গিয়েছে সিকিমের মুখ্যমন্ত্রীর কথায়। তিনি জানিয়েছেন, রাজ্য প্রশাসনের মেরুদণ্ড হলেন সরকারি কর্মীরা। এর পাশাপাশি সে রাজ্যে কর্মরত আইএএস ও এসসিএস অফিসারদের তাঁদের কর্মজীবনের সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের উপরেই অবস্থিত সিকিম। এ রাজ্যে জনসংখ্যা সবথেকে কম। মাত্র ৬ লক্ষ ৩২ হাজার লোকের বাস সিকিমে। হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্য পর্যটন কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ।