UP Village: গত ৩৫ বছরে একটিও FIR করেননি এই গ্রামবাসীরা

উত্তর প্রদেশের শাহজাহানপুরের নিয়ামতপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে বিজলিখেড়া, বল্লভখেড়া, নাগারিয়া বাহবের মতো গ্রাম। এই সব গ্রামবাসীদের মধ্যে কোনও সমস্যা হলে, পঞ্চায়েতের তরফে তৈরি করা হয় কাউন্সিল। সেখানে দুপক্ষের পাশাপাশি পঞ্চায়েতের প্রতিনিধিরাও থাকেন। সেখানেই বিভিন্ন বিবাদ বা সমস্যার সমাধান করে নেন গ্রামবাসীরা।

UP Village: গত ৩৫ বছরে একটিও FIR করেননি এই গ্রামবাসীরা
প্রতীকী ছবিImage Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 7:45 PM

শাহজাহানপুর: উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার একটি গ্রামের রয়েছে অভিনব রেকর্ড। ওই গ্রামের কোনও বাসিন্দা কোনও বিষয়ে গত ৩৫ বছরে একটিও এফআইআর দায়ের করেননি থানায়। সেই গ্রামের বাসিন্দারা মিলেমিশে থাকেন নিজেদের মধ্যে। যদি কোনও সমস্যাও হয়, পঞ্চায়েতের হস্তক্ষেপে তা নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলেন তাঁরা। এর জেরে পুলিশের দ্বারস্থ হওয়ার দরকার হয় না ওই গ্রামের বাসিন্দাদের।

উত্তর প্রদেশের শাহজাহানপুরের নিয়ামতপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে বিজলিখেড়া, বল্লভখেড়া, নাগারিয়া বাহবের মতো গ্রাম। এই সব গ্রামবাসীদের মধ্যে কোনও সমস্যা হলে, পঞ্চায়েতের তরফে তৈরি করা হয় কাউন্সিল। সেখানে দুপক্ষের পাশাপাশি পঞ্চায়েতের প্রতিনিধিরাও থাকেন। সেখানেই বিভিন্ন বিবাদ বা সমস্যার সমাধান করে নেন গ্রামবাসীরা। এই সব গ্রামবাসীদের জীবনে অন্যতম গুরুত্ব রয়েছে গ্রাম পঞ্চায়েতের।

এই গ্রামের পঞ্চায়েত প্রধান একই পরিবার থেকে নির্বাচিত হয়ে আসছে গত ৩৫ বছর ধরে। ১৯৮৮ সাল থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসছেন ওই পরিবারের সদস্যরা। ওই গ্রাম পঞ্চায়েতে মোট ২ হাজার লোকের বাস। এর মধ্যে শেষ বার ভোট দিয়েছিলেন ১১০০ জন। সে গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান অভয় প্রতাপ সিং জানিয়েছেন, গত ৩৫ বছরে তাঁদের গ্রামের কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। শুধু তাই নয়, বিভিন্ন উৎসব একত্রে গ্রামবাসীরা পালন করেন বলেও জানিয়েছেন তিনি। পঞ্চায়েত প্রধান হিসাবে আগামী দিনেও গ্রামের ঐক্য এবং সংহতি বজায় রাখার আবেদন গ্রামবাসীদের করেছেন তিনি।