Sagarika Ghose: ‘আমি তো ভাবলাম মরেই যাব…’, ভয়ঙ্কর অভিজ্ঞতা তৃণমূল সাংসদের, কী হল তাঁর সঙ্গে?
Indigo Flight Turbulence: ভয়ঙ্কর ওই অভিজ্ঞতার কথা স্মরণ করে সাগরিকা ঘোষ লিখেছেন, "প্রায় মৃত্যুর অভিজ্ঞতা ছিল। আমি তো ভেবেছিলাম জীবন শেষ হয়ে গেল। আশেপাশে সবাই চিৎকার করছিল, প্রার্থনা করছিল, আতঙ্কে ছিল।"

শ্রীনগর: ভয়ঙ্কর অভিজ্ঞতা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের। কার্যত মৃত্যুমুখ থেকে ফিরলেন তাঁরা। এখনও ঘোরের মধ্যে রয়েছেন তাঁরা, এত কাছ থেকে মৃত্যুকে দেখে তাঁদের যেন বিশ্বাসই হচ্ছে না যে সুরক্ষিতভাবে মাটিতে পা রাখতে পেরেছেন। কী হয়েছিল তাদের সঙ্গে?
জম্মু-কাশ্মীরে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। পুঞ্চ, রাজৌরি সহ একাধিক জায়গা তাদের ঘুরে দেখার কথা। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতির পর এখন তারা কেমন আছেন, সে বিষয়ে কথা বলবেন। দেবেন পাশে থাকার বার্তা। সেই উদ্দেশেই বুধবার দিল্লি থেকে শ্রীনগরের দিকে রওনা দিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, মানস ভুঁইয়া ও মমতা বালা ঠাকুর।
ইন্ডিগোর 6E2142 বিমানটি মাঝ আকাশে ওড়ার পরই প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে। থরথর করে কাঁপতে থাকে বিমান। ইমার্জেন্সি ঘোষণা করেন পাইলট। তাও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই শ্রীনগরের দিকে এগোয় বিমানটি। কিন্তু শ্রীনগরে ঢুকতেই এমন শিলাবৃষ্টি শুরু হয় যে বিমানের নাক বা নোজ কোনই ভেঙে যায়। কোনওমতে বিমানটি ল্যান্ড করানো হয়।
Worst nightmare 😱
Delhi–Srinagar IndiGo flight hit by severe turbulence
Flight 6E-2142 was caught in a terrifying hailstorm just before landing in Srinagar, forcing an emergency landing around 6:30pm
All 227 onboard are safe. Turbulence was severe, damaging the plane’s nose… pic.twitter.com/mIRsB4aUL5
— Nabila Jamal (@nabilajamal_) May 21, 2025
ভয়ঙ্কর ওই অভিজ্ঞতার কথা স্মরণ করে সাগরিকা ঘোষ বলেন, “প্রায় মৃত্যুর অভিজ্ঞতা ছিল। আমি তো ভেবেছিলাম জীবন শেষ হয়ে গেল। আশেপাশে সবাই চিৎকার করছিল, প্রার্থনা করছিল, আতঙ্কে ছিল।”
তবে এত প্রতিকূল আবহাওয়াতেও সুরক্ষিতভাবে বিমান অবতরণের জন্য ব্যক্তিগতভাবে পাইলটকে ধন্যবাদ জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। সাগরিকা ঘোষ বলেন, “পাইলটকে হাটস অফ যে ওই আবহাওয়ার মধ্যে দিয়ে নিয়ে এসেছেন। আমরা ল্যান্ড করার পর দেখি যে বিমানের সামনের অংশ ভেঙে গিয়েছে।”
শিবসেনা(ইউবিটি) সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তৃণমূল সাংসদরা ঠিক রয়েছেন, এ কথা তিনি এক্স হ্যান্ডেলে লিখে জানান।
Just saw some scary turbulence visuals of the Indigo Delhi-Srinagar flight and came across this pic tweeted by @sidhant , saw TMC RS MP Nadimul Haque, on checking realised their entire delegation headed to Poonch was indeed on the flight. Glad to hear that all the passengers and… pic.twitter.com/sQASKyIyz5
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) May 21, 2025
জানা গিয়েছে, ওই বিমানে ২০০-রও বেশি যাত্রী ছিলেন। সকলেই সুরক্ষিত রয়েছেন। বিমানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টিতে। তা সারাই ও প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে।

