Amit Shah Vs Saket Gokhale: সংসদে শাহ Vs তৃণমূল, সাকেতের ‘ভয়ে’র খোঁচায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব, ‘৭বার জিতে এসেছি, কারোর দয়ায় নয়’

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 20, 2025 | 7:11 AM

Parliament: সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বলতে শুরু করতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উঠে দাঁড়িয়ে তৃণমূল সাংসদের বক্তব্যের বিরোধিতা করেন। এই দেখে সাকেত বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন"।

Amit Shah Vs Saket Gokhale: সংসদে শাহ Vs তৃণমূল, সাকেতের ভয়ের খোঁচায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব, ৭বার জিতে এসেছি, কারোর দয়ায় নয়
তৃণমূল সাংসদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা স্বরাষ্ট্রমন্ত্রীর।
Image Credit source: Sansad TV

Follow Us

নয়া দিল্লি: সংসদের পারদ বাড়াল স্বরাষ্ট্রমন্ত্রী বনাম তৃণমূল সাংসদের বচসা। চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তুমুল বাক-বিতণ্ডায় জড়ালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে।

বুধবার রাজ‍্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদ সাকেত গোখলে সিবিআই-র মামলা, বিএসএফের ক্ষমতা ও এলাকা বৃদ্ধির উদাহরণ দিয়ে অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে গুরুত্ব দিচ্ছে না। রাজ্যের আইন-শৃঙ্খলায় নাক গলাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক।

সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বলতে শুরু করতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উঠে দাঁড়িয়ে তৃণমূল সাংসদের বক্তব্যের বিরোধিতা করেন। এই দেখে সাকেত বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন”।

এতে দৃশ্যতই ক্ষুব্ধ হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পাল্টা জবাব দেন, “আমি ৭ বার জয়ী হয়ে এসেছি। কারোর দয়ায় সংসদে আসিনি। আমি কাউকে ভয় পাইনা।”

সাকেতের অভিযোগের জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সিবিআই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনেই নয়। আর সিবিআই কেস হয়েছে নির্বাচন পরবর্তী হিংসার জন‍্য। শুধুমাত্র দুর্নীতি মামলা নয়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দিয়েছে এই সিবিআই তদন্ত। ওরা জমিদারী চালাচ্ছে, আমরা নই।”

পাল্টা সাকেত বলেন, “আপনিও সবরমতি জেলে থেকেছেন, আমিও”। এরপরই তুমুল বচসা শুরু হয়। জেপি নাড্ডা, কিরণ রিজিজু সহ ট্রেজারি বেঞ্চ দাবি করে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করেছেন তৃণমূল সাংসদ। শাহের কাছে সাকেতকে ক্ষমা চাইতে হবে। এই দাবি ঘিরেই দু’পক্ষের মধ্যে ধুন্ধুমার শুরু হয়ে যায়।