TMC Meeting: কেন্দ্রকে কোণঠাসা করতে দিল্লিতে বুধবাসরীয় বৈঠক তৃণমূলের, সাংসদদের ‘পেপ-টক’ দেবেন মমতা
Mamata Banerjee: সংসদে কেন্দ্রকে কোণঠাসা করতে লোকসভা- রাজ্যসভার তৃণমূলের সমস্ত সাংসদদের বাগযুদ্ধের পাঠ পড়াবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।
নয়া দিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) নিয়ে কিছুটা চাপেই রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। জাতীয় স্তরেও পৌঁছেছে রাজ্যের দুর্নীতির চর্চা। এবারের অধিবেশনে কেন্দ্র ও বিজেপি ঘনিষ্ঠ অন্যান্য বিরোধী দলগুলি এই ইস্যুতে সরব হতে পারে, এমনটাই জল্পনা। এই পরিস্থিতিতে পাল্টা ছক সাজাচ্ছে তৃণমূলও। কেন্দ্রকে কোণঠাসা করতে অধিবেশন শুরুর দিনেই দিল্লিতে বৈঠকে বসছেন তৃণমূল নেতৃত্ব। বৈঠকে সাংসদদের রণকৌশল বাতলাবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, বুধবার দুপুরে সৌগত রায়ের বাড়িতে বসবে এই বৈঠক। সংসদে দলের অবস্থান নিয়ে এই ব্লুপ্রিন্ট বৈঠকে উপস্থিত থাকতে পারেন সেকেন্ড-ইন কম্যান্ড অভিষেক বন্দোপাধ্যায়ও (Abhishek Banerjee), এমনটাই সূত্রের খবর।
দিল্লিতে আজ মেগা বুধবার। একদিকে রাজধানীর পুরনিগমের ভোটের ফল প্রকাশ। অন্যদিকে, শীতকালীন অধিবেশনে ফের সরগরম হবে সংসদ। জাতীয় রাজনীতির জোড়া ইস্যুর মধ্যেই বাংলার চোখ কিন্তু ৫৮, লোধি এস্টেটে। কারণ একটাই, সংসদের রণনীতি সাজাতে দলনেত্রীর বৈঠক। সেনাপতি অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লিতে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে কংগ্রেসের হাত না ধরেও কীভাবে বিজেপি বিরোধিতার সুর চড়াবে ঘাসফুল? সেই টার্গেটেই বুধবাসরীয় বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সংসদে কেন্দ্রকে কোণঠাসা করতে লোকসভা- রাজ্যসভার তৃণমূলের সমস্ত সাংসদদের বাগযুদ্ধের পাঠ পড়াবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।পাশাপাশি অধিবেশনে পেশ হওয়া প্রতিটি গুরুত্বপূর্ণ বিলে দলের অবস্থানই বা কি হবে, তাও বাতলে দেবেন তিনি। অন্যান্যবার সুখেন্দশেখর রায়ের বাড়িতে বৈঠক বসলেও, এবার প্রবীণ সাংসদ সৌগত রায়ের দিল্লির বাসভবনেই বসবে তৃণমূলের মেগা মিট।
ঘাসফুল সূত্রে খবর, এই অধিবেশনে তৃণমূল চাকরির বিষয়টা জোর কদমে তুলতে চায়। রাজ্যের বকেয়া বরাদ্দ, ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি-সক্রিয়তা, এমনকী গুজরাট পুলিশের সাকেত গোখেলকে হেফাজতে নেওয়ার মত বিষয়গুলি নিয়েও সংসদে সরব হতে পারে তৃণমূল কংগ্রেস। তবে কোন এজেন্ডায় কত শান দিতে হবে, তাও বাতলে দেবেন খোদ নেত্রীই।
নেত্রীর পেপটক বলে কথা। তাই সমস্ত সাংসদকেই বাধ্যতামূলকভাবে উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছে। একে দলের সেকেন্ড ইন কমান্ড, তারওপর সাংসদ। দুয়ের গুরুত্ব মাথায় রেখেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছেছেন অভিষেক বন্দোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলের দিল্লি বৈঠকে ব্রাত্যই থাকছেন অধিকারী সাংসদরা।