Accident: দুই টায়ারের মাঝে আটকে চিড়ে চ্যাপ্টা ট্রাক্টর চালক, ওভাবেই ৫০০ মিটার টেনে নিয়ে গেল ঘাতক ট্রাক…
Punjab: সকালে বালি বোঝাই ট্রাক্টর নিয়ে যাচ্ছিল সুখদেব। সেই সময়ই পিছন থেকে ধাক্কা মারে স্টোনচিপ বোঝাই ট্রাক। ধাক্কা খেয়েই মাটিতে ছিটকে পড়ে সুখদেব। তাঁর উপর দিয়েই ট্রাক চলে যায়। ট্রাকের দুটি টায়ারের মাঝে আটকে যায় সুখদেবের দেহ।

চণ্ডীগঢ়: পিছন থেকে এসে ট্রাক্টরে ধাক্কা মেরেছিল ট্রাক (Truck)। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রাক্টরের (Tractor) চালক ছিটকে মাটিতে পড়েন। এদিকে, ধাক্কা মারার পরও থামেনি ট্রাক। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে ঘাতক ট্রাক। চাকার নীচে যে ট্রাক্টর চালক আটকে রয়েছেন, সেদিকে হুঁশই নেই। ওই অবস্থাতেই ৫০০ মিটার টেনে নিয়ে গেল ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাক্টর চালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবে (Punjab)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পঞ্জাবের হোশিয়ারপুরের শাহপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম সুখদেব সিং। ওই যুবক দুর্ঘটনার পর ট্রাকের দুটি টায়ারের মাঝে আটকে গিয়েছিল। ওই অবস্থাতেই তাঁকে টেনে নিয়ে যায় ট্রাক। চাকায় পিষে ছিন্নভিন্ন হয়ে যায় যুবকের দেহ। এই ঘটনার পরই পরিবারের সদস্যরা ওই দেহ নিয়ে বিক্ষোভ দেখায় ও ছয় ঘণ্টা পথ অবরোধ করে রাখে।
মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, সকালে বালি বোঝাই ট্রাক্টর নিয়ে যাচ্ছিল সুখদেব। সেই সময়ই পিছন থেকে ধাক্কা মারে স্টোনচিপ বোঝাই ট্রাক। ধাক্কা খেয়েই মাটিতে ছিটকে পড়ে সুখদেব। তাঁর উপর দিয়েই ট্রাক চলে যায়। ট্রাকের দুটি টায়ারের মাঝে আটকে যায় সুখদেবের দেহ। ওই অবস্থাতেই ৫০০ মিটার টেনে নিয়ে যায় ঘাতক ট্রাকটি। ছিন্নভিন্ন হয়ে যায় সুখদেবের দেহ। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ট্রাক চালক।
হোশিয়ারপুরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মেজর সিং জানান, মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত চালকের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ আশ্বস্ত করলে, ছয় ঘণ্টা পরে সেই অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
