AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Derail: ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত কামাক্ষ্য়া এক্সপ্রেসের ১১টি বগি

Train Accident: লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে অসমের কামাক্ষ্যা যাচ্ছিল ট্রেনটি।

Train Derail: ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত কামাক্ষ্য়া এক্সপ্রেসের ১১টি বগি
দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি।Image Credit: X
| Updated on: Mar 30, 2025 | 4:03 PM
Share

কটক: ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে অসমের কামাক্ষ্যা যাচ্ছিল ট্রেনটি। ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে। শেষ খবর অনুযায়ী, কামাক্ষ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত ৭ জন যাত্রী।

জানা গিয়েছে, রবিবার সকাল ১১টা ৫৪ মিনিট নাগাদ কটকের দিঘি ক্যানেলের কাছে, মাঙ্গুলিতে আচমকাই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। এখনও পর্যন্ত সাতজন আহতের খবর মিলেছে।

বেশ কয়েক ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল। প্রথম কয়েক ঘণ্টা কোনও উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি। রেললাইনের ধারেই অপেক্ষা করছিলেন ট্রেনের যাত্রীরা। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।

ট্রেনের যাত্রীদের সাহায্যের জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এগুলি হল – 8991124238 (কটক) ও  8455885999 (ভুবনেশ্বর)।

দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ধৌলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেসের মতো ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।