Abhishek Banerjee: আগামিকাল ফের ত্রিপুরা সফরে অভিষেক

মূলত বিধানসভা ভোটের প্রচারে দুই জায়গায় জনসভা করতেই ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: আগামিকাল ফের ত্রিপুরা সফরে অভিষেক
ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 9:44 PM

কলকাতা: পাখির চোখ ত্রিপুরা। ফের ত্রিপুরা সফরে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী কাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারি, শুক্রবারই ত্রিপুরা সফরে যাবেন তিনি। মূলত বিধানসভা ভোটের প্রচারে দুই জায়গায় জনসভা করতেই ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক। বৃহস্পতিবার তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের কথা জানানো হয়।

তৃণমূল সূত্রে খবর, শুক্রবার সকালেই ত্রিপুরা রওনা দেবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমলপুর এবং কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় জনসভা করার কথা রয়েছে তাঁর। দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত কমলপুরে অভিষেকের জনসভা রয়েছে। তারপর দুপুর ৩টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র এলাকায় আয়োজিত জনসভায় যোগ দেবেন অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, দিন দুয়েক আগে, গত সোমবারই ত্রিপুরা সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সফরসঙ্গী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিয়ে আগরতলায় পদযাত্রা করেন তৃণমূল নেতৃত্ব। পদযাত্রা শেষে একটি জনসভাও করেন। সেই সভা থেকে একসঙ্গে ত্রিপুরায় বদলের ডাক দেন মমতা-অভিষেক। তৃণমূল ত্রিপুরায় সরকার গড়লে ত্রিপুরাবাসী বাংলার উন্নয়নেরও সুবিধা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দু-দিন যেতে না যেতেই এবার ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি কী প্রতিশ্রুতি দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত বিজেপি, তৃণমূল- দু-পক্ষই। একদিকে যেমন জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির, তেমনই জমি দখল করতে চেষ্টার খামতি রাখছে না ঘাস-ফুল শিবির। তাই ভোটের প্রাক্কালে শেষ মুহূর্তের প্রচারে ফের ত্রিপুরা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়।