বিপ্লবের ভবিষ্যদ্বাণী: আগামী ৩৫ বছর অন্য কোনও দল ক্ষমতায় আসবে না ত্রিপুরায়

আত্মবিশ্বাসী বিপ্লবের বক্তব্য, 'কে ২০২৩ সালে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? ত্রিপুরায় এমন কোন রাজনৈতিক দলই নেই যারা লড়াই করতে পারবে।' গত ২৫ বছর রাজ্যের বামপন্থীরা চাঁদা তুলে পেট চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি

বিপ্লবের ভবিষ্যদ্বাণী: আগামী ৩৫ বছর অন্য কোনও দল ক্ষমতায় আসবে না ত্রিপুরায়
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Nov 27, 2020 | 8:11 AM

TV বাংলা ডিজিটাল: নিজের গদি টলমল করছে ঠিকই, কিন্তু দল নিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Dev)। দলের অন্দরে বিক্ষুব্ধ গোষ্ঠী নেতৃত্বে বদল চাইলেও বিজেপি সরকার টিকে যাওয়া নিয়ে দৃঢ়তা প্রকাশ পেল বিপ্লব দেবের গলায়।

দিনদুয়েক আগে ত্রিপুরার বনমালীপুর মহিলা মোর্চার একটি সভায় যোগদান করে সেখানে বক্তব্য রাখেন বিপ্লব দেব। তাঁকে বলতে শোনা যায়, ত্রিপুরায় আগামী ৩০-৩৫ বছরের জন্যে বিজেপি (BJP) সরকার থাকবে। পরিবর্তন হবে না। বামেদের ২৫ বছরের শাসন শেষ করে বিজেপির ক্ষমতায় আসার ঘটনাকে ঝড়ের সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, ঝড় আসার আগেই আমরা বুঝতে পেরেছিলাম, সেটা কোন দিক থেকে আসছে এবং কতটা বেগে আসছে। আত্মবিশ্বাসী বিপ্লবের বক্তব্য, ‘কে ২০২৩ সালে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? ত্রিপুরায় এমন কোন রাজনৈতিক দলই নেই যারা লড়াই করতে পারবে।’

এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বামেদের কটাক্ষ করার সুযোগও হাতছাড়া করেননি বিপ্লব। গত ২৫ বছর রাজ্যের বামপন্থীরা চাঁদা তুলে পেট চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ‘ওরা (সিপিএম) আগে এখানকার গরিব মানুষদের থেকে চাঁদা তুলে কিউবা কিংবা ভিয়েতনাম পাঠিয়ে দিত।’

আরও পড়ুন: নাম না করে দলীয় বিধায়কদের ‘শয়তান’ আখ্যা দিলেন বিপ্লব দেব

বিপ্লব দেবের এই কটাক্ষের জবাবও অবশ্য দিয়েছে বাম নেতৃত্ব। প্রাক্তন অর্থ ও পূর্তমন্ত্রী এবং বিধায়ক বাদল চৌধুরী বলেছেন, ‘কে দাঁড়ায় আর সে সামনে থাকে দেখতে পাওয়া যাবে। একটু অপেক্ষা করুন। বিপ্লব দেব সব সময়ই বাচ্চাদের মত কথাবার্তা বলেন। নিজে কিছুই জানেন না, বোঝেনও না। শুধু মানুষকে বিভ্রান্ত করেন।’