TMC Tripura: আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে মোতায়েন বিশাল পুলিশ, সভামঞ্চ আগলে রাখতে মরিয়া তৃণমূল

TMC Rally at Agartala : এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর পাওয়া গিয়েছে, তাতে আগরতলার রবীন্দ্র ভবনের সামনে তৃণমূলের সভামঞ্চ ভাঙতে উদ্যত হয়েছে ত্রিপুরা পুলিশ। মঞ্চ থেকে তৃণমূলের পতাকা ও ব্যানার খুলে ফেলা হয়েছে।

TMC Tripura: আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে মোতায়েন বিশাল পুলিশ, সভামঞ্চ আগলে রাখতে মরিয়া তৃণমূল
আগরতলার সভামঞ্চের সামনে তৃণমূলের বিক্ষোভ ( ছবি - টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 6:02 PM

আগরতলা : অভিষেকের ত্রিপুরা সফরের আগে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছে বটে ত্রিপুরা পুলিশ, তবে বদলাতে বলা হয়েছে সভাস্থল। কিন্তু তৃণমূলের তরফেও এখনও পর্যন্ত যা খবর, শেষ মুহূর্তে তারা কোনওভাবেই সভাস্থল পরিবর্তন করবে না। আর এরই মধ্য়ে অভিষেকের সভামঞ্চের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ। তৃণমূলের বক্তব্য, সভামঞ্চ ভাঙতেই পুলিশ পাঠানো হয়েছে।

তৃণমূলের ত্রিপুরার দায়িত্বে থাকা নেতারা সভামঞ্চ আগলে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সভামঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন কুণাল ঘোষ, সুষ্মিতা দেব সহ অন্যান্য তৃণমূল নেতারা। এদিকে এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর পাওয়া গিয়েছে, তাতে আগরতলার রবীন্দ্র ভবনের সামনে তৃণমূলের সভামঞ্চ ভাঙতে উদ্যত হয়েছে ত্রিপুরা পুলিশ। মঞ্চ থেকে তৃণমূলের পতাকা ও ব্যানার খুলে ফেলা হয়েছে।

তৃণমূলের বক্তব্য, ২৮ অক্টোবর ত্রিপুরার পুলিশ রবীন্দ্র ভবনের সামনে সভা করার অনুমতি দিয়েছিল। কিন্তু সভার মাত্র ১২ ঘণ্টা আগে হঠাৎ করেই সেই অনুমতি বাতিল করেছে পুলিশ। এখন অন্যত্র সভা করতে বলা হচ্ছে। যা তৃণমূলের বক্তব্য কোনওভাবেই সম্ভব নয়। আর এই নিয়েই পারদ চড়ছে আগরতলায়।

ত্রিপুরা পুলিশ অবশ্য গোটা বিষয়টির মধ্যে কোনওরকম রাজনৈতিক অভিসন্ধির বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছে। পুলিশের বক্তব্য, যে অংশটিতে সভামঞ্চ করা হয়েছে, তা এলাকার মূল সড়কের খুব কাছে। ফলে সেখানে যানজট তৈরি হতে পারে। আর সেই কারণেই সভা অন্যত্র সরাতে বলা বয়েছে।

পুলিশের তরফে যে যে শর্তগুলি রাখা হয়েছে, তার মধ্যে প্রথমেই বলা হয়েছে, সভাস্থল রবীন্দ্র ভবন থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। সভাকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে সভা করতে হবে। সভার জন্য যে স্থান, সময়, এবং যে পথে সভাস্থলে যাওয়ার কথা, তা কঠোরভাবে মেনে চলতে হবে। যাঁরা সভায় যোগ দিতে যাবেন, অর্থাৎ, তৃণমূলের কর্মী, সমর্থকদের জন্য যাতে কোনওভাবেই রাস্তায় যানজট তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে। এর দায়িত্ব তৃণমূল নেতৃত্বের। তার জন্য তৃণমূলকে রাস্তায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নামাতে হবে।

আরও পড়ুন : Tripura TMC: আগরতলায় অভিষেকের সভার জন্য ১৫ দফা শর্ত বেঁধে দিল পুলিশ