TV9 Festival of India: থাই থেকে কোরিয়ান পণ্য! TV9-এর দুর্গাপুজোয় এলে আপনার পকেট ফাঁকা হবেই

TV9 Festival of India: TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়া, ভারতের সবথেকে বড় লাইফস্টাইল এক্সপোতে এসেছে দেশ বিদেশের ২৫০টি স্টল। কাশ্মীরের শাল কিনতে চাইলে পেয়ে যাবেন এখানেই। কোরিয়ান গয়না, থাইল্যান্ডের বিভিন্ন পণ্য কী নেই এই উৎসব প্রাঙ্গনে। পকেট ফাঁকা হওয়া আশঙ্কা রয়েছে।

| Updated on: Oct 11, 2024 | 9:20 PM
TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়া, ভারতের সবথেকে বড় লাইফস্টাইল এক্সপোতে এসেছে দেশ বিদেশের ২৫০টি স্টল। কাশ্মীরের শাল কিনতে চাইলে পেয়ে যাবেন এখানেই।

TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়া, ভারতের সবথেকে বড় লাইফস্টাইল এক্সপোতে এসেছে দেশ বিদেশের ২৫০টি স্টল। কাশ্মীরের শাল কিনতে চাইলে পেয়ে যাবেন এখানেই।

1 / 8
যদি আপনি কোয়িরান গয়না কিনতে চান, তাও পাবেন। TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় যে কোরিয়ান গয়নারও একটি দোকান রয়েছে।

যদি আপনি কোয়িরান গয়না কিনতে চান, তাও পাবেন। TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় যে কোরিয়ান গয়নারও একটি দোকান রয়েছে।

2 / 8
ব্যাঙ্কককে বলা হয়, কেনাকাটার সর্গরাজ্য। যদি ব্যাঙ্কক না গিয়েই থাইল্যান্ডের জিনিসপত্র কিনতে চান, আসতে পারেন TV9-এর ফেস্টিভাল অব অন্ডিয়াতে। থাইল্যআন্ডের ব্যাগ, কসমেটিকস, জুতো - কী নেই?

ব্যাঙ্কককে বলা হয়, কেনাকাটার সর্গরাজ্য। যদি ব্যাঙ্কক না গিয়েই থাইল্যান্ডের জিনিসপত্র কিনতে চান, আসতে পারেন TV9-এর ফেস্টিভাল অব অন্ডিয়াতে। থাইল্যআন্ডের ব্যাগ, কসমেটিকস, জুতো - কী নেই?

3 / 8
একটি ইরানের স্টল হয়েছে, যেখানে সেখানকার সুস্বাদু খেজুর যেমন পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে রুপো, রুপোর গয়নাও।

একটি ইরানের স্টল হয়েছে, যেখানে সেখানকার সুস্বাদু খেজুর যেমন পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে রুপো, রুপোর গয়নাও।

4 / 8
যদি তুরস্কের বিখ্য়াত বাকালাওয়া পেস্ট্রি খেতে চান, তাও পাবেন এই উৎসবের প্রাঙ্গনে।

যদি তুরস্কের বিখ্য়াত বাকালাওয়া পেস্ট্রি খেতে চান, তাও পাবেন এই উৎসবের প্রাঙ্গনে।

5 / 8
হায়দরাবাদের বিখ্যাত মুক্তোর গয়নাও পাওয়া যাচ্ছে ফেস্টিভাল অব ইন্ডিয়াতে।

হায়দরাবাদের বিখ্যাত মুক্তোর গয়নাও পাওয়া যাচ্ছে ফেস্টিভাল অব ইন্ডিয়াতে।

6 / 8
আফগানস্তানের কাবুল থেকে এসেছে পাথরের তৈরি ভাস এবং অন্যান্য ঘরসজ্জার জিনিসের একটি দোকান।

আফগানস্তানের কাবুল থেকে এসেছে পাথরের তৈরি ভাস এবং অন্যান্য ঘরসজ্জার জিনিসের একটি দোকান।

7 / 8
আছে বাংলাদেশ থেকে আসা ঢাকাই জামদানীর একটি দোকানও।

আছে বাংলাদেশ থেকে আসা ঢাকাই জামদানীর একটি দোকানও।

8 / 8
Follow Us: