Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Drones: জোড়া পাক ড্রোন ভারতের আকাশে, ৯৬ রাউন্ড গুলি চালাল সেনা

Pakistan Drones: পঞ্জাবে গুরুদাসপুর ও অমৃতসর জেলার আকাশে কয়েক মিনিটের ব্যবধানে দুটি পাকিস্তানি ড্রোন দেখা যায়। বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে দুটি ড্রোনই ভারতের আকাশসীমা থেকে ফেরৎ পাঠানো হয়।

Pakistan Drones: জোড়া পাক ড্রোন ভারতের আকাশে, ৯৬ রাউন্ড গুলি চালাল সেনা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 5:09 PM

চণ্ডীগড়: ফের ভারতের আকাশে পাক ড্রোন। পঞ্জাবে গুরুদাসপুর ও অমৃতসর জেলায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি ড্রোন দেখা যায়। যদিও বিএসএফ-এর তৎপরতায় দুটি ড্রোনই সীমান্ত থেকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। রবিবার সাংবাদিক বৈঠক করে বিএসএফ-এর তরফে খবরটি জানানো হয়। তবে এলাকায় তল্লাশি জারি রেখেছেন জওয়ানরা।

বিএসএফ সূত্রে খবর, শনিবার রাতে ভারত-পাক সীমান্তবর্তী পঞ্জাবের গুরুদাসপুর জেলার কাসওয়াল এলাকার আকাশে প্রথমে একটি ড্রোন দেথা যায়। বিএসএফ জওয়ানরা ড্রোনটি দেখা মাত্রই গুলি ছুড়তে শুরু করেন। ড্রোনটি ধ্বংস করতে প্রায় ৯৬ রাউন্ড গুলি এবং ৫টি আলোকবোমা ছোড়া হয়। তারপর ড্রোনটি ভারতের আকাশসীমা পার করে পাকিস্তানের দিকে ফেরৎ পাঠানো হয়। ওই পাক ড্রোন বলেই বিএসএফ-এর দাবি। নজর এড়িয়ে ড্রোনটি আবার ভারতের আকাশসীমায় ঢুকেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে এলাকায় তল্লাশি জারি রয়েছে বলেও বিএসএফ-এর তরফে জানানো হয়েছে।

গুরুদাসপুরের পাশাপাশি শনিবার রাতে অমৃতসর জেলার আকাশে একটি ড্রোন দেখা যায়। বিএসএফ-এর এক আধিকারিক জানান, শনিবার রাত পৌনে ১২টা নাগাদ অমৃতসরের চান্না পাটান এলাকার আকাশে একটি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে জওয়ানরা পালটা গুলি চালায়। প্রায় ১০ রাউন্ড গুলি চালিয়ে ড্রোনটিকে ভারতের আকাশসীমা থেকে বের করা হয়েছে বলে বিএসএফ-এর দাবি। গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যেই ড্রোন দুটি পাকিস্তানের তরফে পাঠানো হয়েছিল বলে বিএসএফ-এর অনুমান। আর কোনও ড্রোন রয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে বিএসএফ জানিয়েছে।

উল্লেখ্য, দিন দশের আগেই পঞ্জাবের ফিরোজপুর জেলার গান্ধু কিলচা গ্রামেও দেখা মিলেছিল একটি পাক ড্রোনের। বিএসএফ জওয়ানরা গুলি করে ওই কপ্টার ড্রোনটি নামায়।