Srinagar Encounter : শ্রীনগরে সিআরপিএফ জওয়ান ও সন্ত্রাসবাদীদের এনকাউন্টার, মৃত দুই পাকিস্তানি জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 11, 2022 | 12:30 PM

Srinagar Encounter : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই। মৃত দুই পাকিস্তানি জঙ্গি।

Srinagar Encounter : শ্রীনগরে সিআরপিএফ জওয়ান ও সন্ত্রাসবাদীদের এনকাউন্টার, মৃত দুই পাকিস্তানি জঙ্গি
প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)

Follow Us

শ্রীনগর : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই। মৃত দুই জঙ্গি। উভয়েই পাকিস্তানের নাগিরক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার শ্রীনগরে নিরাপত্তা বাহিনী এবং দুই জঙ্গির মধ্যে গুলির লড়াই হয়। জানা গিয়েছে, এই সংঘর্ষে দুই পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর (CRPF) জওয়ানরা জখম হয়েছেন।

সম্প্রতি শ্রীনগরের একটি হামলায় এই দুই মৃত জঙ্গি জড়িত ছিল বলে জানা গিয়েছে। গত ৪ এপ্রিল শীনগরের কাছে সেই হামলায় এক জওয়ান শহিদ হয়েছিলেন এবং আরেকজন জখম হয়েছিলেন। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বলেছেন, “এটি শ্রীনগরের পুলিশের কাছে অনেক বড় সাফল্য। গত ৪ এপ্রিল এই জঙ্গিদের হামলায় আমরা এক সিআরপিএফ জওয়ানকে হারিয়েছি। শ্রীনগরে আজকের এনকাউন্টার এক বড় উদাহরণ যে কীভাবে সন্ত্রাসবাদী হানার তদন্ত হওয়া উচিত।”

শ্রীনগরের একটি বাড়িতে এই দুই পাকিস্তানি জঙ্গি গা ঢাকা দিয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ সেই বাড়ির মালিকের বিরুদ্ধেও পদক্ষেপ করবে বলে জানিয়েছে। কুমার বলেছেন, “ওই সন্ত্রাসবাদীরা যে বাড়িতে লুকিয়ে ছিল তার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।” উল্লেখ্য, কয়েক মাস আগে স্থানীয় পুলিশ জানিয়েছিল যে, শ্রীনগরে সমস্ত সক্রিয় সন্ত্রাসবাদীদের মারা হয়েছে। তারপর এনকাউন্টারে এই দুই জঙ্গির মৃত্যু নিঃসন্দেহে উপত্যকায় পুলিশের সক্রিয়তার ছবি তুলে ধরে।

আরও পড়ুন : CPIM Party Congress: সম্পাদক ইয়েচুরিই, পলিটব্যুরোয় বিমানের জায়গায় রামচন্দ্র, বঙ্গে দলিত-আদিবাসী মুখে জোর দিতে কেন্দ্রীয় কমিটিতে দেবলীনা!

আরও পড়ুন : Child Abuse: মেয়েটির পিছু নিয়ে শৌচালয়ে ঢোকেন যুবক, এরপরই থরথর করে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে নাবালিকা…

আরও পড়ুন : Weather Update: একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, কোথায় কোথায়, জানাল মৌসম ভবন

Next Article