U-Win App: কো-উইন অ্যাপের ধাঁচে এবার শিশুদের টিকাকরণের জন্য ইউ-উইন অ্যাপ
শিশুদের জন্মের পর থেকে কবে, কী টিকা দিতে হবে, কী ভাবে টিকাগুলির বুকিং করা যাবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে এই অ্যাপে।
নয়া দিল্লি: করোনা ভ্যাক্সিন সম্পর্কিত তথ্য জানার জন্য কো-উইন (Co-Win) অ্যাপ চালু করেছিল নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Government)। এবার শিশুদের জন্য চালু হল ইউ-উইন (U-Win) অ্যাপ। তবে এটা কেবল কোভিডের টিকার জন্য নয়। শিশুদের জন্মের পর থেকে কবে, কী টিকা দিতে হবে, কী ভাবে টিকাগুলির বুকিং করা যাবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে এই অ্যাপে। পাইলট প্রোজেক্ট হিসাবে এই ইউ-উইন অ্যাপ চালু করেছে নরেন্দ্র মোদীর সরকার। এটি শিশুদের টিকা সম্পর্কিত তথ্যের ব্যাপারে অভিভাবকদের বিশেষ সাহায্য করবে বলে জানিয়েছে ইউনিসেফ (UNICEF)।
শিশুদের জন্মের পর থেকেই একাধিক টিকা দেওয়া হয়ে থাকে। রোগ প্রতিরোধক থেকে বুস্টার ডোজ সহ নানান টিকা নির্দিষ্ট বয়স পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর শিশুদের দেওয়া বাধ্যতামূলক। কিন্তু কবে, কোন টিকা দেওয়া হবেস সেটা নিয়ে অনেক অভিভাবকই সন্দিহান থাকেন। আর শিশুদের টিকা সংক্রান্ত মাতৃত্বকালীন শিশু সুরক্ষা (MCP) কার্ড অনেকের কাছেই দীর্ঘদিন গচ্ছিত থাকে না। ফলে অনেক সময়ই শিশুদের টিকাকরণে ছেদ পড়ে যায়। এবার এই সমস্ত সমস্যা দূর করবে ইউ উইন আপ। একেবারে কো-উইন অ্যাপের ধাঁচে ইউ-উইন অ্যাপে শিশুদের টিকা সম্পর্কিত সমস্ত তথ্য নথিভুক্ত থাকবে।
ইউ-উইন সম্পর্কে ইউনিসেফ-এর চিকিৎসক ডা. মাঙ্গেস গাধারি জানান, গত কয়েক দশক ধরেই স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষ শিশুদের নিয়মিত বুস্টার টিকা দেওয়ার ব্যাপারে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। শিশুদের কোন টিকা দেওয়া হয়েছে বা কোনটা দেওয়া হয়নি, সে ব্যাপারে মাতৃত্বকালীন শিশু সুরক্ষা (MCP) কার্ড না থাকলে বোঝা যায় না। এবার প্রত্যেকটি শিশুর প্রতিটি টিকার তথ্য সংরক্ষিত থাকবে ইউ-উইন (U-Win) অ্যাপে। শুধু তাই নয়, কো-উইন (Co-Win) অ্যাপের মতো এখানেও শিশুদের টিকা দেওয়ার জন্য স্লট বুকিং করা যাবে এবং টিকাদানের নির্দিষ্ট দিনের আগে রিমাইন্ডার মেসেজে পৌঁছে যাবে অভিভাবকের কাছে। সবমিলিয়ে, শিশুদের টিকা দেওয়ার প্রক্রিয়াটি অনেকটাই সহজ হবে।
ইউ-উইন (U-Win) অ্যাপটি আয়ুষ্মান ভারত (Aayushman Bharat) হেলথ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে এবং দেশের যে কোনও প্রান্ত থেকে এর সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ মাতৃত্বকালীন শিশু সুরক্ষা (MCP) কার্ড হারিয়ে গেলে বা স্থান বদল করলেও শিশুর টিকাকরণে ছেদ পরবে না।
প্রসঙ্গত,ইউ-উইন (U-Win) অ্যাপটি ইতিমধ্যে চালু হয়েছে এবং বার্ষিক ২.৬ কোটি সদ্যোজাত থেকে ২.৯ কোটি গর্ভবতী মহিলাকে টিকাকরণ করা এই পাইলট অ্যাপের লক্ষ্য।