Delhi Blast: অনন্তনাগে উমর নবি-আদিলের মধ্যে ছিল সুসম্পর্ক ছিল, আদিলের গ্রেফতারির পরই…নবিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে
Delhi Blast: দিল্লিতে অভিশপ্ত মুহূর্তের কয়েক ঘণ্টা আগেই ফরেদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে জম্মু কাশ্মীর পুলিশ। সাত জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে আবার অধিকাংশই চিকিৎসক। এদিকে আবার 'আত্মঘাতী' ওমরও নবিও পেশায় একজন চিকিৎসক ছিলেন।

নয়া দিল্লি: দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় নাশকতার সম্ভাবনা ক্রমশ জোরালো হতে শুরু করেছে। দিল্লি জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। আপাতত তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে লালকেল্লাও। এই বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনার যোগসূত্র খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। দিল্লিতে অভিশপ্ত মুহূর্তের কয়েক ঘণ্টা আগেই ফরেদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে জম্মু কাশ্মীর পুলিশ। সাত জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে আবার অধিকাংশই চিকিৎসক। এদিকে আবার ‘আত্মঘাতী’ ওমরও নবিও পেশায় একজন চিকিৎসক ছিলেন। তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সাহারানপুর থেকে গ্রেফতার হওয়া ডাক্তার আদিল অনন্তনাগে থাকতেন।
এই অনন্তনাগে থাকার সময় চিকিৎসক ওমর নবির সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে চিকিৎসক আদিলের। আদিলের গ্রেফতারির পর চিকিৎসক ওমরের খোঁজ শুরু হয়। কিন্তু ততদিনে বেপাত্তা ওমর। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, বদরপুর সীমান্ত থেকেই এই গাড়িটি দিল্লিতে প্রবেশ করেছিল।
যে গাড়িটি ঘিরে রহস্য তৈরি হয়েছে, সেই গাড়িটি একাধিক জনের হাত ঘুরে ওমরের হাতে এসে পৌঁছেছিল। তারিক গাড়িটি কিনে ওমরকে বিক্রি করেছিলেন। তারিক গাড়ি ডিলারের কাজ করতেন। পুরনো গাড়ি কিনে সেগুলিকে নতুন মডেল তৈরি করে বিক্রি করাই তারিক মূল কাজ করতেন।
আমির রশিদের সঙ্গে পুলওয়ামায় তারিকের বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমির রশিদ কল মিস্ত্রির কাজ করলেও তারিখের কাজে সহযোগিতা করত বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।
বিস্ফোরণের তদন্তে সোমবার রাতেই আরও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে, সেটির রেজিস্ট্রেশন রয়েছে ওই ব্যক্তির নামেই। হরিয়ানার ওই জনৈক মহম্মদ সলমনকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
