Operation Sindoor: ‘পাকিস্তানের ১০০ কিমি ভিতরে ঢুকে প্রত্যাঘাত!’, রক্ত গরম হবে অমিত শাহের এই বক্তব্যে

Amit Shah: অমিত শাহ বলেন, "জঙ্গিরা ভেবেছিল ওদের হুমকি আমাদের ভয় পাওয়াবে, কিন্তু আমাদের তিন বাহিনীই যোগ্য জবাব দিয়েছে। এমন জবাব দিয়েছে যা ওদের কল্পনারও বাইরে ছিল।"

Operation Sindoor: পাকিস্তানের ১০০ কিমি ভিতরে ঢুকে প্রত্যাঘাত!, রক্ত গরম হবে অমিত শাহের এই বক্তব্যে
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Image Credit source: PTI

|

May 18, 2025 | 7:35 AM

আহমেদাবাদ: অপারেশন সিঁদুরে ভারতের সাহস ও ক্ষমতা দেখিয়েছে সেনাবাহিনী। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেনাবাহিনীকে কৃতিত্ব দিয়ে বলেন যে স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারত।

গুজরাটের গান্ধীনগরে একটি প্রকল্পের উদ্বোধনে এসেই অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “যারা পরমাণু বোমার ভয় দেখাত, তাদের যোগ্য জবাব দিয়ে এসেছে সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনা।”

অমিত শাহ বলেন, “জঙ্গিরা ভেবেছিল ওদের হুমকি আমাদের ভয় পাওয়াবে, কিন্তু আমাদের তিন বাহিনীই যোগ্য জবাব দিয়েছে। এমন জবাব দিয়েছে যা ওদের কল্পনারও বাইরে ছিল। জঙ্গিদের আমাদের সেনা এমন জবাব দিয়েছে যে পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে।”

অপারেশন সিঁদুরের পর পাকিস্তান যেভাবে ড্রোন-মিসাইল দিয়ে হামলার চেষ্টা করেছে এবং ভারতীয় বায়ুসেনা প্রতিটি হামলা প্রতিহত করেছে, সে বিষয়েও উল্লখ করেন তিনি। শাহ বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, আমাদের প্রতিরক্ষা সিস্টেম এতটাই নিখুঁত হয়ে উঠেছে যে একটাও ড্রোন বা মিসাইল ভারতের মাটিতে পৌঁছতে পারেনি। বরং আমরা ওদের আকাশপথে হামলা করার ক্ষমতাই ধ্বংস করে দিয়েছি। আমি আমাদের সেনার সাহসিকতাকে স্যালুট জানাই”

প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যবে থেকে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, তবে থেকে প্রতিটি হামলার তিনি এমন নিখুঁতভাবে জবাব দিয়েছেন যে গোটা বিশ্ব অবাক হয়ে দেখেছে”। একইসঙ্গে জঙ্গিদের কড়া বার্তা দিয়ে বলেন, “যদি ভারতের নাগরিকদের উপরে কোনও সন্ত্রাসবাদী হামলা হয়, তাহলে প্রত্যাঘাতের শক্তি দ্বিগুণ হবে।”