Dharmendra Pradhan: ‘নতুন মুখোশ পরলেও চাল বদলায়নি’, দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে ‘ইন্ডিয়া’কে তুলোধনা কেন্দ্রীয় মন্ত্রীর

Delhi Ordinance Bill: সোমবারই রাত ১১টা নাগাদ টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। টুইটে তিনি লেখেন, "লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়ে গেল দিল্লি অধ্য়াদেশ বিল। এই বিল দিল্লি ও ও দিল্লিবাসীর উন্নয়নকে আরও মজবুত করবে।"

Dharmendra Pradhan: 'নতুন মুখোশ পরলেও চাল বদলায়নি', দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে 'ইন্ডিয়া'কে তুলোধনা কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 9:01 AM

নয়া দিল্লি: দীর্ঘ জল্পনা, বিতর্কের পর পাশ হয়ে গেল দিল্লি অধ্যাদেশ বিল (Delhi Ordinance Bill)। লোকসভা ও রাজ্যসভা-সংসদের দুই কক্ষেই এই বিল পাশ হয়ে যাওয়ায় এই বিল আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। সোমবার রাজ্যসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রায় ছয় ঘণ্টা ধরে বিল নিয়ে আলোচনার পর ভোটাভুটিতে এই বিল পাশ করা হয়। বিলের পক্ষে ১৩১টি ভোট পড়ে, বিরোধিতায় পড়ে ১০২টি ভোট। দিল্লি অধ্যাদেশ বিল পাশ হওয়ার পরই টুইট করে দিল্লিবাসীকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।

সোমবারই রাত ১১টা নাগাদ টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। টুইটে তিনি লেখেন, “লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়ে গেল দিল্লি অধ্য়াদেশ বিল। এই বিল দিল্লি ও ও দিল্লিবাসীর উন্নয়নকে আরও মজবুত করবে। কেজরীবাল সরকারের কালা পরিকল্পনা, যা দিল্লিবাসীর কোটি কোটি টাকা লুঠ করে প্রাসাদ তৈরি হয়েছে, তা সংসদে আজ পরাজিত হল। দিল্লিবাসীকে অভিনন্দন।”

পরবর্তী আরেকটি টুইটে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি রাজ্যসভায় দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে আলোচনা করেছেন। তিনি দেশবাসীর কাছে শুধুমাত্র এই বিলের গুরুত্বই তুলে ধরেননি, একইসঙ্গে মণিপুর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের মিথ্যাচার ও প্রতারণাও তুলে ধরেছেন। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষরা, যারা মিথ্যার জাল বুনে কোটি কোটি মানুষকে প্রতারিত করেছে, তারা নতুন মুখোশ পরলেও, তাদের আচরণ ও চাল বদলায়নি। আজ সংসদে অধিবেশন চলাকালীন আরও একবার স্পষ্ট হয়ে গেল যে তারা দেশের সম্মান নিয়েও যেমন ভাবে না, তেমনই সংসদের মর্যাদা নিয়েও ভাবিত নয়। দেশবাসীর উপরও এদের কোনও বিশ্বাস নেই।”