Dharmendra Pradhan: ‘বিরোধীদের এজেন্ডা শুধুই রাজনীতি’, সংসদ উত্তাল হওয়ার ঘটনায় তোপ কেন্দ্রীয় মন্ত্রীর
বিরোধীরা আদতে মণিপুর নিয়ে আলোচনা ভেস্তে দিতে চাইছে, কেবল রাজনীতি করতে চায় বলেও কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।তাঁর টুইট, "বিরোধীরা টিভি এবং টুইটারে আলোচনার আহ্বান জানাচ্ছে। আর সংসদে তাঁরা আলোচনার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করতে বদ্ধপরিকর।

নয়া দিল্লি: মণিপুর (Manipur) ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তাল সংসদ। বিরোধীদের হই-হট্টগোলে রাজ্যসভা ও লোকসভার অধিবেশন বারবার মুলতুবি হয়ে গিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার মণিপুর নিয়ে আলোচনা করতে আগ্রহী বলে আগেই জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) সংসদে দাঁড়িয়ে বিরোধীদের কাছে মণিপুর নিয়ে আলোচনায় অংশগ্রহণের আবেদন জানান। তারপরও বিরোধীদের হই-হট্টগোলে সংসদ মুলতুবি হয়ে যায়। এই ঘটনায় এবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিরোধীরা কেবল ‘রাজনীতির এজেন্ডা’ নিয়ে চলছে, রাষ্ট্রনীতি বুঝতে নারাজ বলে টুইট করলেন তিনি (Dharmendra Pradhan)।
সংসদে বিরোধীদের হই-হট্টগোল নিয়ে এদিন টুইটারে সরব হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিরোধীদের একহাত নিয়ে টুইটারে হিন্দিতে তিনি লিখেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি শালীনতার সঙ্গে বিরোধীদের দাবি মেনে আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। লোকসভার অধ্যক্ষ স্বয়ং বিরোধীদের সুষ্ঠুভাবে আলোচনা চালানোর জন্য বারবার অনুরোধ করেছেন। কিন্তু, যাঁদের এজেন্ডা শুধু রাজনীতি, তাঁরা রাষ্ট্রনীতির কথা কখনও বোঝে না।”
বিরোধীরা আদতে মণিপুর নিয়ে আলোচনা ভেস্তে দিতে চাইছে, কেবল রাজনীতি করতে চায় বলেও কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর টুইট, “বিরোধীরা টিভি এবং টুইটারে আলোচনার আহ্বান জানাচ্ছে। আর সংসদে তাঁরা আলোচনার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করতে বদ্ধপরিকর। জনগণ গোটা বিষয়টি দেখছে। বিরোধীদের আসল উদ্দেশ্য সত্য জানা নয়, রাজনৈতিক সলতে পাকানো।”
गृहमंत्री श्री @AmitShah जी ने बहुत शालीनता के साथ विपक्ष द्वारा उठाई जा रही चर्चा की मांग को स्वीकार किया। लोकसभा अध्यक्ष जी ने स्वयं विपक्ष से चर्चा को सुचारू रूप से चलाने के लिए बारंबार अनुरोध किया, लेकिन जिनका ऐजेंडा सिर्फ राजनीति हो, उन्हें राष्ट्र-नीति की बात कभी समझ नहीं… pic.twitter.com/Mxiv195IfA
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 24, 2023
প্রসঙ্গত, গত তিনমাস ধরে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। সম্প্রতি দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে গোটা দেশ। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না এবং দোষীরা ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হবে এবং কঠোরতম শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। তাঁর সেই আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয় ৫ অভিযুক্ত। তারপরও একের পর এক ঘটনায় অশান্ত হয়ে উঠেছে মণিপুর। গোটা ঘটনার তীব্র নিন্দা করে সংসদের বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় সরকারের তরফেও আলোচনা করার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু, প্রতিদিনই মণিপুরের ঘটনায় বিরোধীদের বিক্ষোভ-প্রতিবাদে স্তব্ধ হয়ে যাচ্ছে সংসদ।
