High Speed Train: ৬ মাসের মধ্যেই চালু হচ্ছে হাই-স্পিড ট্রেন, কোন রুটে চলবে ট্রেন, জানালেন রেলমন্ত্রী

Ashwini Vaishnaw: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব বলেন, "এবার বিশ্বমানের ট্রেন চলাচল করবে আহমেদাবাদ ও সানন্দের মধ্যে। শীঘ্রই, আগামী ছয় মাসের মধ্যে হাই স্পিড ট্রেন চলাচল শুরু হবে।"

High Speed Train: ৬ মাসের মধ্যেই চালু হচ্ছে হাই-স্পিড ট্রেন, কোন রুটে চলবে ট্রেন, জানালেন রেলমন্ত্রী
ভারতে চালু হচ্ছে হাই-স্পিড ট্রেন।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 2:34 PM

আহমেদাবাদ: বড় খবর, ভারতে আসছে হাই-স্পিড ট্রেন (High Speed Train)। আর বেশিদিন অপেক্ষা নয়, আগামী ছয় মাসের মধ্যেই ভারতে চালু হবে এই হাই-স্পিড ট্রেন। প্রাথমিকভাবে গুজরাটের আহমেদাবাদ (Ahmedabad) ও সানন্দের (Sanand)মধ্যে চলাচল করবে এই ট্রেন। শনিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি জানান, সানন্দে এবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে।

এ দিন গুজরাটের সানন্দে মাইক্রন নামক একটি সেমিকন্ডাক্টর কোম্পানির শিল্যানাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। সেখানেই তিনি বলেন, “এবার বিশ্বমানের ট্রেন চলাচল করবে আহমেদাবাদ ও সানন্দের মধ্যে। শীঘ্রই, আগামী ছয় মাসের মধ্যে হাই স্পিড ট্রেন চলাচল শুরু হবে।”

সেমি-কন্ডাক্টর ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, সেমিকন্ডাক্টরের চাহিদা ক্রমশ বাড়ছে। আগামী কয়েক বছরের মধ্যে ৫ সেমি কন্ডাক্টরের চাহিদা ৫ লক্ষ কোটি টাকায় বেড়ে দাঁড়াবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন দেখেছেন, তাতে ডিজাইন করা ও মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুজরাট সেমিকন্ডাক্টর উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ভারতে হাই-স্পিড ট্রেন চালু করা নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই সেমি হাই-স্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার হাই-স্পিড ট্রেন চালুর পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জাপানের বুলেট ট্রেনের অনুকরণে এই ট্রেন তৈরি করা হবে। ইতিমধ্যেই ট্রেনের পরিকাঠামো থেকে লাইন নিয়ে একাধিক আলোচনা-চুক্তিও করা হয়েছে।