UP Police: বিচারকের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা! সাব-ইন্সপেক্টরের কাণ্ডে মাথায় হাত গোটা থানার
UP Police: সেখানে একটি চুরির মামলায় বিচারক পুলিশকে জামিন-অযোগ্য ধারার ভিত্তিতে পরোয়ানা জারি করতে বলেন। আর তাতেই ঘটে যায় বিপত্তি। পরোয়ানা তো তৈরি হয়ে যায়। কিন্তু তাতে থাকে না চোরের নাম।

লখনউ: চুরির মামলার গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে পুলিশ লিখে দিল বিচারকের নাম। হতে হল সাসপেন্ড। এই ঘটনা ঘিরেই আপাতত শোরগোল পড়ে গেল থানার অন্দরে।
ঘটনা উত্তরপ্রদেশের ফিরোজাবাদ এলাকার। সেখানে একটি চুরির মামলায় বিচারক পুলিশকে জামিন-অযোগ্য ধারার ভিত্তিতে পরোয়ানা জারি করতে বলেন। আর তাতেই ঘটে যায় বিপত্তি। পরোয়ানা তো তৈরি হয়ে যায়। কিন্তু তাতে থাকে না চোরের নাম। বরং সেই পাতায় জ্বলজ্বলে অক্ষরে ছেপে ওঠে খোদ পরোয়ানা জারি করতে বলা বিচারকের নাম। যা ঘিরে তৈরি হয় শোরগোল।
এই ঘটনায় থানা উত্তরের সাব-ইন্সপেক্টর বানওয়ারি লালকে নিলম্বিত বা সাসপেন্ড করা হয়েছে বলে খবর। বিচারক বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও গুরুতর একটা ভুল। অবশ্য, ভুল নাম লিখে সাসপেন্ড তো হলেন, তার পাশাপাশি, যার জন্য গুনতে হল সাজা, সেই চোরকেও অভিযান চালিয়ে পাকড়াও করতে পারেননি এই সাব-ইন্সপেক্টর।
উল্লেখ্য, সোমবার এই মর্মে সংবাদ সংস্থা পিটিআইকে ওই এলাকার এক পুলিশকর্তা জানিয়েছেন, ‘এই গুরুতর ভুল প্রকাশ্যে আসার পরেই ওই সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে যথাযথ ব্য়বস্থা নেওয়া হয়েছে। এমনকি, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।’ সূত্রের খবর, গ্রেফতারি পরোয়ানার লেখার সময় ওই সাব-ইন্সপেক্টর ভুল করেই অভিযুক্তের নামের পরিবর্তে সেখানে নিম্ন আদালতের বিচারক নাগমা খানের নাম লিখে দেন। আর তাতেই চড়ে বিতর্কের পারদ।





