UPSC aspirants protest: UPSC-র কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মৃত্যু ঘিরে তরজায় আপ-বিজেপি, গ্রেফতার ২

UPSC aspirants protest: রাজেন্দ্র নগরে ওই কোচিং সেন্টারের বেসমেন্টে গ্রন্থাগার রয়েছে। গতকাল সেই গ্রন্থাগারে পড়াশোনা করছিলেন জনা কুড়ি পড়ুয়া। শনিবার বিকেল থেকে দিল্লিতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার দিকে রাস্তায় জল জমতে শুরু করে। সেই জলই ওই কোচিং সেন্টারের বেসমেন্টে ঢুকে দুর্ঘটনা ঘটে। বেসমেন্ট থেকে বেরোতে না পেরে মৃত্যু হয় ৩ পড়ুয়ার।

UPSC aspirants protest: UPSC-র কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মৃত্যু ঘিরে তরজায় আপ-বিজেপি, গ্রেফতার ২
বিক্ষোভ দেখাচ্ছে আইএএস পড়ুয়ারা
Follow Us:
| Updated on: Jul 28, 2024 | 3:24 PM

নয়াদিল্লি: দু’চোখে ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে দিল্লির রাজেন্দ্র নগরে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। শনিবার সেই কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির জল ঢুকে ৩ আইএএস পড়ুয়ার মৃত্যু হয়েছে। যা নিয়ে রাজধানীতে শোরগোল পড়েছে। শনিবার রাত থেকেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন আইএএস পড়ুয়ারা। পরিস্থিতি মোকাবিলায় আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। এবার এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আপ শাসিত দিল্লি সরকারকে তোপ দেগেছে বিজেপি। দুর্ঘটনার পর কোচিং সেন্টারের মালিক-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজেন্দ্র নগরে ওই কোচিং সেন্টারের বেসমেন্টে গ্রন্থাগার রয়েছে। গতকাল সেই গ্রন্থাগারে পড়াশোনা করছিলেন জনা কুড়ি পড়ুয়া। শনিবার বিকেল থেকে দিল্লিতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার দিকে রাস্তায় জল জমতে শুরু করে। সেই জলই ওই কোচিং সেন্টারের বেসমেন্টে ঢুকে দুর্ঘটনা ঘটে। বেসমেন্ট থেকে বেরোতে না পেরে মৃত্যু হয় ৩ পড়ুয়ার। ওই কোচিং সেন্টারের বেসমেন্টে ঢোকা ও বেরোনোর একটাই পথ বলে জানা গিয়েছে।

মধ্য দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, এই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার যথাযথ তদন্ত হবে বলে মন্তব্য করেন তিনি। ডেপুটি কমিশনার জানান, এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। তিন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ১৩-১৪ জনকে উদ্ধার করা হয়। তাঁরা সুস্থ রয়েছেন বলে জানান এম হর্ষবর্ধন।

গতকাল রাত থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন IAS পড়ুয়ারা। এদিন করোল বাগ মেট্রো স্টেশনের সামনে তাঁরা বিক্ষোভ দেখান। এমনকি, মেট্রো স্টেশনের সামনে রাস্তা অবরোধ করেন। তা এক বিক্ষোভকারী পড়ুয়া বলেন, “মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে যদি এই পরিস্থিতি হয়, তাহলে এর জন্য দায়ী কে?” দিল্লি পুরনিগমকে দুষলেন বিক্ষোভকারীদের একাংশ। ওই কোচিং সেন্টারের ডিরেক্টরকে দোষারোপ করছেন তাঁরা।

দিল্লির মেয়র শেলী ওবেরয় জানান, নিয়ম ভঙ্গ করে কোন কোন কোচিং সেন্টার বেসমেন্টে পড়াশোনা করাচ্ছে, তা খতিয়ে দেখে ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজেন্দ্র নগরে দুর্ঘটনার জন্য পুরসভার কোনও আধিকারিক দায়ী কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লির রাজস্ব মন্ত্রী অতিশী ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

কোচিং সেন্টারে মৃত্যুর ঘটনায় আপকে আক্রমণ করল বিজেপি। আপকে আক্রমণ করে বিজেপি নেতা ভি মুরলীধরন বলেন, দিল্লি পুরনিগম ও দিল্লি আপের দখলে। এই ঘটনা দিল্লি প্রশাসনের করুণ অবস্থা প্রকাশ্যে এনেছে।” আবার মন্ত্রী অতিশী ও স্থানীয় আপ বিধায়ক দুর্গেশ পাঠককে আক্রমণ করে দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, ড্রেন পরিষ্কার করার জন্য স্থানীয় বাসিন্দারা বারবার দুর্গেশ পাঠককে আবেদন করেছেন। কিন্তু, তিনি কোনও আবেদনকেই গুরুত্ব দেননি। দুর্ঘটনার জন্য দিল্লি সরকারের অবহেলাই দায়ী। জল বোর্ড মন্ত্রী অতিশী ও স্থানীয় বিধায়ক দুর্গেশকে পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

বীরেন্দ্র সচদেবকে পাল্টা আক্রমণ করেছেন দুর্গেশ পাঠক। বছর দেড়েক আগে দিল্লি পুরনিগম দখল করেছে আপ। তার আগে ১৫ বছর দিল্লি পুরনিগম চালিয়েছে বিজেপি। দুর্গেশ পাঠক প্রশ্ন তোলেন, ওই ১৫ বছরে কী করেছে বিজেপি? পাঠক বলেন, “গত ১৫ বছর ধরে এই এলাকার কাউন্সিলর বিজেপির। কেন ড্রেন তৈরি করা হয়নি? আর এক বছরে সব ড্রেন তৈরি করা যায় না। এই ঘটনা নিয়ে রাজনীতি করা ঠিক নয়।”

বিজেপি-আপের তরজার মধ্যে ৩ আইএএস পড়ুয়ার মৃত্যুতে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা পবন খেরা এই দুর্ঘটনাকে ‘ম্যান মেড’ বললেন। তাঁর কথায়, “এটা প্রাকৃতিক বিপর্যয় নয়। এটা ম্যান মেড। কীভাবে একটা কোচিং সেন্টার বেসমেন্টে চলে? তাদের কি লাইসেন্স রয়েছে? দিল্লি পুরনিগম থেকে কি সব কাগজ নিয়েছে তারা? পরস্পরের দিকে আঙুল তোলা সহজ। কিন্তু, সাধারণ মানুষ এর জন্য ভুগছেন।”

দিল্লির উপরাজ্যপাল ঘটনায় শোকপ্রকাশ করে বলেন, এটা দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য। এই ঘটনায় যারা দায়ী, তাদের ছাড়া পাবে না বলে মন্তব্য করেন তিনি। দুর্ঘটনার পর কোচিং সেন্টারের মালিক-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।