সব শেষ হয়ে যাবে…ভারতে ভয়ে কাঁপছে Pepsi, Coke, Subway, KFC! কোন ক্ষতির আশঙ্কা?
US Tariff on India: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক যুদ্ধ শুরু করতেই ফ্রান্স, ব্রিটেন ও কানাডাতেও আমেরিকান পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। ১৪০ কোটির দেশ ভারত যদি মার্কিন কোম্পানিগুলিকে বয়কট করে, তবে আমেরিকার বাজার ও অর্থনীতি ব্যাপক ধাক্কা খাবে।

নয়া দিল্লি: ভারতের উপরে শুল্ক চাপিয়েছে আমেরিকা। তাও আবার দ্বিগুণ। ৫০ শতাংশ শুল্ক কার্যকর হতে একদিকে যেখানে ভারতের রফতানি ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেখানেই ভারতে থাকা বড় বড় আমেরিকান কোম্পানিগুলিরও চিন্তায় ঘুম উড়েছে। কেন? ভারতীয়দের রাগ-ক্ষোভকে ভয় পাচ্ছে তারা।
শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কেনার জন্য অনৈতিকভাবে ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর এই সিদ্ধান্তের পরই পেপসি, কোকাকোলা, সাবওয়ে, কেএফসি, ম্যাকডোনাল্ডসের মতো মার্কিনি সংস্থাগুলি ভারতে বয়কট হয়ে যাওয়ার আশঙ্কা করছে। এতে তাদের ব্যবসায় বিরাট ক্ষতি হবে।
ইতিমধ্যেই আমেরিকান পণ্য বয়কট করে ভারতীয় পণ্য ব্যবহারের ডাক দিয়েছেন রামদেব। তিনি বলেছেন, “একজন ভারতীয়কেও যেন পেপসি, কোকাকোলা, সাবওয়ে, কেএফসি বা ম্যাকডোনাল্ডসের কাউন্টারে না দেখা যায়। বয়কট করা উচিত এই মার্কিন পণ্যগুলিকে। যদি এটা হয়, তাহলে আমেরিকার কানেও এই বিশৃঙ্খলার হইচই পৌঁছবে।”
রামদেব আরও বলেন, “যারা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে চায়, তা সে কোনও রাজনৈতিক দলই হোক বা কোনও নেতা, তাদের দেশের স্বার্থে কথা বলা উচিত এবং দেশের মানুষকে স্বদেশি পণ্য কিনতে অনুপ্রেরণা জোগানো উচিত। ভারতে তৈরি পণ্যই কিনব আমরা। ভোকাল ফর লোকালের মন্ত্র গ্রহণ করতে হবে আমাদের।”
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 146 crore Indians boycott American companies operating in India?
My open letter to @realDonaldTrump on US’s 50% tariffs for India, in which I 𝐮𝐫𝐠𝐞 him to “choose dialogue over discord, coordination over coercion.”
Jai Hind! pic.twitter.com/rQJXv8yhiY
— Ashok Kumar Mittal (@DrAshokKMittal) August 7, 2025
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক যুদ্ধ শুরু করতেই ফ্রান্স, ব্রিটেন ও কানাডাতেও আমেরিকান পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। ১৪০ কোটির দেশ ভারত যদি মার্কিন কোম্পানিগুলিকে বয়কট করে, তবে আমেরিকার বাজার ও অর্থনীতি ব্যাপক ধাক্কা খাবে।
