AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joe Biden: সেপ্টেম্বরে মুখোমুখি মোদী-বাইডেন, ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট

US President: প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত আসবেন বাইডেন। যদিও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ২০১৩ সালে ভারত সফরে এসেছিলেন বাইডেন। বাইডেন প্রশাসনের মধ্য ও দক্ষিণ এশিয়ার পর্যবেক্ষক বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

Joe Biden: সেপ্টেম্বরে মুখোমুখি মোদী-বাইডেন, ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট
বাইডেন ও মোদী। ফাইল ছবি।
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 2:29 PM
Share

নয়াদিল্লি: এ বছর ভারত সফরে আসতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এ বছর সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসতে পারেন আমেরিকার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট। বাইডেন প্রশাসনের মধ্য ও দক্ষিণ এশিয়ার পর্যবেক্ষক বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। ২০২৪ সালে ভারত- আমেরিকার সম্পর্কের জন্য ‘উল্লেখযোগ্য’ হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। এমনকি জি-২০ (G-20 Summit) তে ভারতের নেতৃত্বে বিশ্বের আরও শক্তিশালী মঞ্চ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেছেন ওই মার্কিন পদাধিকারী। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত আসবেন বাইডেন। যদিও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ২০১৩ সালে ভারত সফরে এসেছিলেন বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেনের ভারত সফরের বিষয়টি নিয়ে আমেরিকার অ্যাসিট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ডোনাল্ড লু সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “এটা উল্লেখযোগ্য বছর হতে চলেছে। ভারত জি-২০ সম্মেলন আয়োজন করেছে। এ বছর আমেরিকা আয়োজন করছে APEC। জাপান আয়োজন করছে জি৭। আমাদের কোয়াড সদস্যরা বিভিন্ন ব্যাপারে নেতৃত্বের ভূমিকা নিচ্ছে। তা আমাদের আরও কাছাকাছি আসার সুযোগ তৈরি করে দিচ্ছে।” এর পরই বাইডেনের সফরের ব্যাপারে তিনি বলেছেন, “আমি জানি আমাদের প্রেসিডেন্ট এ বছর সেপ্টেম্বর মাসে ভারত সফরে যেতে মুখিয়ে রয়েছেন। এটা প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। জি-২০ সম্মেলনের অংশ হিসাবে ভারতে যাবেন বাইডেন। আগামী কয়েক মাসে কী ঘটে সে দিকে মুখিয়ে রয়েছি আমরা। এ বছর কয়েক মাস পার হয়েছে। আগামী দিন গুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে।”

ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে তৈরি হয়েছে চতুর্দেশীয় অক্ষ। যার নাম কোয়াড (QUAD)। কোয়াডের ব্যাপারেও বলেছেন ওই মার্কিনি আধিকারিক। তিনি বলেছেন, “মার্চ মাসে জয়শঙ্কর কোয়াডের মন্ত্রী পর্যায়ের বৈঠক ডেকেছিলেন। চার বিদেশমন্ত্রী সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। কোয়াড নিয়ে জনসমক্ষে এ রকম বৈঠক প্রথম হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোয়াডের চার দেশ নিজেদের আরও কাছাকাছি আসছে।” জি-২০ সম্মেলনের সফল আয়োজনের জন্য ভারতের প্রশংসাও শোনা গিয়েছে মার্কিন আধিকারিকের বক্তব্যে।