India-US Trade Deal: প্রায় চূড়ান্ত হয়ে গেল বিরাট ‘ডিল’, ভারতের শুল্ক ১৫ শতাংশ করে দেবে আমেরিকা? এল বড় খবর
US Tariff on India: দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। মূলত শক্তি ও কৃষি ক্ষেত্রে নিয়েই আলোচনা হয়েছে। রাশিয়া থেকে ভারতের ক্রুড তেল কেনার পরিমাণও কমানো হবে-এই বিষয় নিয়েও আলোচনা হয়েছে, যার দাবি দীর্ঘদিন ধরেই আমেরিকা করে যাচ্ছিল।

নয়া দিল্লি: বরফ গলছে ভারত-আমেরিকার মধ্যে? অবশেষে চূড়ান্ত হতে পারে ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি। এতে ভারতের উপরে আমেরিকার চাপানো শুল্কেও প্রভাব পড়তে পারে। ৫০ শতাংশ শুল্ক কমে ১৫-১৬ শতাংশ শুল্ক হতে পারে।
রিপোর্ট অনুযায়ী, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। মূলত শক্তি ও কৃষি ক্ষেত্রে নিয়েই আলোচনা হয়েছে। রাশিয়া থেকে ভারতের ক্রুড তেল কেনার পরিমাণও কমানো হবে-এই বিষয় নিয়েও আলোচনা হয়েছে, যার দাবি দীর্ঘদিন ধরেই আমেরিকা করে যাচ্ছিল। ওয়াশিংটন চায়, রাশিয়া উপরে গোটা বিশ্বের নির্ভরশীলতা কমুক।
সরকারি সূত্রে খবর, ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির আলোচনা চূড়ান্ত স্তরে রয়েছে। চলতি মাসের শেষেই আসিয়ান সামিট (ASEAN Summit)-র আগে এই চুক্তি চূড়ান্ত করা হতে পারে, যার ঘোষণা এই সামিটে করা হবে। তবে এখনও বাণিজ্য মন্ত্রক বা আমেরিকার হোয়াইট হাউস থেকে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
মিন্টের প্রতিবেদন অনুযায়ী, ভারত এই চুক্তির অংশ হিসাবে আমেরিকা থেকে ভুট্টা, সয়ামিলের মতো নির্দিষ্ট কিছু কৃষিজাত পণ্যের আমদানি বাড়াতে পারে। আমেরিকা দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে ঢোকার চেষ্টা করছে।
ভারত আমদানি বাড়ালে, তার পরিবর্তে আমেরিকা ভারতের উপরে আমদানি শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে একধাক্কায় ১৫-১৬ শতাংশ করে দিতে পারে। এতে ভারতের বিভিন্ন রফতানি ব্যবসা, যেমন বস্ত্র, ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসিউটিক্যাল পণ্য তুলনামূলকভাবে আমেরিকায় ফের সস্তা হতে পারে।
