AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu and Kashmir: খোলা যাবে না হোয়াটসঅ্যাপ! সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা, অমান্য করলে মিলবে শাস্তি

Jammu and Kashmir Whatsapp Banned: প্রশাসনিক মহলে জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অফিসের সমস্ত মোবাইল, কম্পিউটার ডিভাইসে কোনও রকম বাইরের পেনড্রাইভ বা নিজেদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ সরকারি কর্মীরা ব্যবহার করতে পারবেন না।

Jammu and Kashmir: খোলা যাবে না হোয়াটসঅ্যাপ! সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা, অমান্য করলে মিলবে শাস্তি
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Aug 26, 2025 | 9:15 AM
Share

শ্রীনগর: সরকারি দফতরের ফোন, কম্পিউটারে আর ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, ব্যবহার করা যাবে না বহিরাগত পেনড্রাইভও। প্রশাসন তরফে সরকারি কর্মীদের কাছে এল নোটিস। তবে এই নির্দেশিকা কিন্তু দেশের সব সরকারি অফিসের জন্য় নয়। শুধুমাত্র জম্মু-কাশ্মীরের জন্য।

কী বলা হয়েছে নির্দেশিকায়?

জম্মু-কাশ্মীর প্রশাসনিক মহলে জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অফিসের সমস্ত মোবাইল, কম্পিউটার ডিভাইসে কোনও রকম বাইরের পেনড্রাইভ বা নিজেদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ সরকারি কর্মীরা ব্যবহার করতে পারবেন না। আর এই নির্দেশিকা যারা অমান্য করবেন তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে বলেও সেই নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম মিন্টের একটি প্রতিবেদন অনুযায়ী, উপত্যকার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কমিশনার সেক্রেটারি এম রাজু এই নির্দেশিকা জারি করেন। তিনি এও বলেছেন, এমন কিছু ওয়েবসাইট যা সরকারি কর্মীরা হামেশাই ব্যবহার করে থাকেন। সেগুলিকেও ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। কিন্তু এত আঁটোসাঁটো নিরাপত্তা কেন?

গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় সাইবার হানার ঘটনা ঘটে। বিদ্যুৎ দফতর-সহ বিভিন্ন সরকারি দফতরের ওয়েবসাইট থেকে কর্তাদের ফোনে ঢুকে পড়ে সাইবার অপরাধীরা। যে উপত্যকা বরাবরই ‘নিরাপত্তা’ নিয়ে প্রশ্নের মুখে থাকে, সেই উপত্যকায় বারংবার সাইবার হানা মোটেই ‘স্বাস্থ্যকর’ নয় বলেই দাবি ওয়াকিবহাল মহলের।