AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yogi Adityanath: ‘গণতন্ত্র, জনসংখ্যা ও জনবৈচিত্রের ত্রিবেণীই আমাদের অনন্য করে তুলেছে’, ইউথ-২০ সামিটে বললেন যোগী

Youth-20 Summit: এদিন বারাণসীর রূদ্রাক্ষ কনভেনশন সেন্টারে ইউথ-২০ সম্মেলনের উদ্বোধন হয়। এই ইউথ-২০ সামিট হল জি-২০ সামিটের অধীনে একটি কর্মসূচি। এই সম্মেলেনর উদ্বোধনী অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ ব্যাট ধরলেন দেশের যুব সমাজের হয়ে।

Yogi Adityanath: 'গণতন্ত্র, জনসংখ্যা ও জনবৈচিত্রের ত্রিবেণীই আমাদের অনন্য করে তুলেছে', ইউথ-২০ সামিটে বললেন যোগী
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথImage Credit: টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 10:40 PM
Share

উত্তর প্রদেশ: দেশের যুব সমাজের প্রতিভা ও তাঁদের কর্মক্ষমতা যে প্রশ্নাতীত, তা শুক্রবার ফের বুঝিয়ে দিতে চাইলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন বারাণসীর রূদ্রাক্ষ কনভেনশন সেন্টারে ইউথ-২০ সম্মেলনের উদ্বোধন হয়। এই ইউথ-২০ সামিট হল জি-২০ সামিটের অধীনে একটি কর্মসূচি। এই সম্মেলেনর উদ্বোধনী অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ ব্যাট ধরলেন দেশের যুব সমাজের হয়ে। বললেন, যুব সমাজের প্রতিভা নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে চাইলে, ভীষণ খারাপ লাগে যোগীর। বললেন, ‘ইতিহাসে এমন একটিও সময়ের কথা কেউ বলতে পারবে না, যখন যুব সম্প্রদায় তাঁদের প্রতিভার মাধ্যমে সমাজকে নতুন দিশা দেখায়নি।’

এদিন বিশেষ করে জনসংখ্যা, গণতন্ত্র এবং বৈচিত্র্যর কথা উল্লেখ করেন যোগী। তাঁর কথায় ‘এই গণতন্ত্র, জনসংখ্যা ও জনবৈচিত্রের ত্রিবেণীই আমাদের অনন্য করে তুলেছে।’

শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের উদাহরণও টেনে আনেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেন, ‘যখন শ্রী রামচন্দ্র ভারত থেকে দানবীয় আচরণ দূর করার জন্য ডাক দিয়েছিলেন, তখন তিনি একজন যুবক ছিলেন। মথুরাকে কংসের দানবীয় আচরণ থেকে মুক্তি দিতে যখন শ্রীকৃষ্ণ উদ্যোগী হয়েছিলেন, তখন তিনিও যুবকই ছিলেন।’

জি-২০ সামিটের অধীনে এই ইউথ-২০ সামিট আয়োজনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তথা বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান যোগী। এই সম্মেলন শুধু দেশের নয়, গোটা বিশ্বের তরুণ-যুব সমাজের কাছে এক নতুন অনুপ্রেরণা পৌঁছে দেবে বলেই মনে করছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

দেশের যুব সমাজের বিকাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী কী পদক্ষেপ করেছেন, তাও এদিন ইউথ-২০ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরেন যোগী। ‘স্টার্টআপ ইন্ডিয়া’, ‘স্ট্যান্ডআপ ইন্ডিয়া’, ‘অটল ইনোভেশন মিশনের’ মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি দেশের যুব সমাজের প্রতিভাকে একটি মঞ্চ খুঁজে নেওয়ার সুযোগ করে দিয়েছে বলেই মনে করছেন যোগী আদিত্যনাথ।