AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UCC in Uttarakhand: উত্তরাখণ্ডে বড় বদল, গোপনে লিভ-ইনে হতে পারে জেল! চালু হল অভিন্ন দেওয়ানি বিধি

UCC in Uttarakhand: সোমবার থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে গেল এই নতুন বিধি। যার হাত ধরে সে রাজ্যে লিভ-ইন সম্পর্কের সংজ্ঞা বদলে যাবে বলেই মত অনেকের। তবে শুধু লিভ-ইন সম্পর্ক নয়। বিবাহ, বহুবিবাহ, তিন তালাক, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির বন্টন-সহ একাধিক বিষয়ে লাগু করা হল এই বিধি।

UCC in Uttarakhand: উত্তরাখণ্ডে বড় বদল, গোপনে লিভ-ইনে হতে পারে জেল! চালু হল অভিন্ন দেওয়ানি বিধি
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীImage Credit: PTI
| Updated on: Jan 27, 2025 | 6:03 PM
Share

দেরাদুন: সে যে আসছে তা সবাই জানত, কিন্তু কবে? সেই নিয়ে একটু দোটানা তো ছিলই। অবশেষে উত্তরাখণ্ডে কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি। গোটা দেশে প্রথম রাজ্য হিসাবে এই নতুন বিধি লাগু করল উত্তরাখণ্ড। গত বছর বিধানসভায় চার দিনের বিশেষ অধিবেশন ডেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল এই বিধিকে। এবার অবশেষে উত্তরাখণ্ডে কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড।

সোমবার থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে গেল এই নতুন বিধি। যার হাত ধরে সে রাজ্যে লিভ-ইন সম্পর্কের সংজ্ঞা বদলে যাবে বলেই মত অনেকের। তবে শুধু লিভ-ইন সম্পর্ক নয়। বিবাহ, বহুবিবাহ, তিন তালাক, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির বন্টন-সহ একাধিক বিষয়ে লাগু করা হল এই বিধি।

কী কী বদল আনছে অভিন্ন দেওয়ানি বিধি?

রাজ্যজুড়ে লাগু হওয়া এই নতুন বিধি অনুযায়ী, লিভ-ইন বা একত্রেবাসের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করাতে হবে একটি যুগলকে। তবে বিবাহ রেজিস্ট্রেশনের তুলনায়, লিভ-ইন রেজিস্ট্রেশন খানিকটা ভিন্ন। আর যদি সেই যুগলের বয়স ২১ বছরের নিচে হয় সেক্ষেত্রে অভিভাবকদের লিখিত সম্মতিও প্রয়োজন।

তবে কেউ যদি ভেবে থাকেন এই সরকারি রেজিস্ট্রেশন ফাঁকি দেবেন। সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নিয়েছে উত্তরাখণ্ড সরকার। লাগু হওয়া নতুন বিধি অনুযায়ী, নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে কোনও তথ্য ইচ্ছাকৃতভাবে ভুল দিলে তিন মাসের জেল কিংবা ২৫ হাজার টাকা জরিমানাও হতে পারে সেই অবিবাহিত দম্পতির।

আবার, বিধি লাগু হওয়ার পর রেজিস্ট্রেশনে দেরি করলেও ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

নতুন বিধি অনুযায়ী, একত্রবাসে বা লিভ-ইন সম্পর্কে থাকাকালীন সেই যুগলের কোনও সন্তান হলে, আইনিভাবে বৈধতা দেওয়া হবে তাকে। পাশাপাশি, সেই সদ্যোজাত যাতে সমানাধিকার পান, তাও নিশ্চিত করতে সেই যুগলকে।

এছাড়াও, রাজ্যের যুব প্রজন্মের পড়াশোনার কথা মাথায় রেখে মেয়েদের জন্য ১৮ বছর ও ছেলেদের জন্য ২১ বছর বয়সকেই বিয়ের সর্বনিম্ন বয়স হিসাবে নির্ধারণ করা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে। নিষিদ্ধ করা হয়েছে, বহুবিবাহ, তিন তালাক, বাল্যবিবাহের মতো সামাজিক রীতিগুলিকে। এছাড়াও, নতুন বিধি অনুযায়ী, নিষিদ্ধ করা হয়েছে দু’টি মুসলিম বিবাহ রীতিকেও।