Uttarakhand CM: রাজ্যের জন্য বিনিয়োগ আনতে ব্রিটেনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
এ বছর ৮ ও ৯ ডিসেম্বর উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেসটর সামিট ২০২৩ হবে দেহরাদূনে। তার আগেই অন্তত আড়াই লক্ষ কোটি টাকার মউ চুক্তি সেরে ফেলতে চাইছে সেখানকার সরকার। সেই লক্ষ্যেই লন্ডনে গিয়েছেন ধামি। লন্ডনের পাশাপাশি সিঙ্গাপুর এবং আবু ধাবিতেও যাওয়ার পরিকল্পনা রয়েছে ধামির।
দেহরাদূন: রাজ্য লগ্নি টানার লক্ষ্যে বিদেশ সফরে গিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। লগ্নি জোগাড়ের লক্ষ্যে ব্রিটেনে পৌঁছেছেন তিনি। উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর জন্য বুধবার লন্ডনে একটি সভার আয়োজন করেছিলেন ধামি। সেখানেই উত্তরাখণ্ডে বিনিয়োগের লক্ষ্যে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। সেই সঙ্গে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন তাঁর রাজ্যে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার জন্য।
বিনিয়োগ টানার লক্ষ্যে ইতিমধ্যেই সফল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই লন্ডনের নির্মাণ সংস্থা উষা ব্রেকোর সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। এক হাজার কোটি টাকার সেই মউ স্বাক্ষরিত করেছে উত্তরাখণ্ড সরকার। এ বছর ৮ ও ৯ ডিসেম্বর উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেসটর সামিট ২০২৩ হবে দেহরাদূনে। তার আগেই অন্তত আড়াই লক্ষ কোটি টাকার মউ চুক্তি সেরে ফেলতে চাইছে সেখানকার সরকার। সেই লক্ষ্যেই লন্ডনে গিয়েছেন ধামি। লন্ডনের পাশাপাশি সিঙ্গাপুর এবং আবু ধাবিতেও যাওয়ার পরিকল্পনা রয়েছে ধামির।
এ বিষয়ে লন্ডনের সভা থেকে ধামি বলেছেন, “আমি ব্রিটেনে এসেছি নতুন সুযোগ তৈরি লক্ষ্যে। উত্তরাখণ্ড এবং ব্রিটেনের মধ্যে যে সাংস্কৃতিক, অর্থনৈতিক সংযোগ রয়েছে তা আরও সুদৃঢ় করতে চাই। সেই সঙ্গে উত্তরাখণ্ডকে বিনিয়োগের অন্যতম গন্তব্য বানাতে চাই।”