Uttarakhand Landslide: প্রকৃতির রুদ্র তাণ্ডব উত্তরাখণ্ডে, রাজ্যের পর্যটক আটকে আছে কি না, খোঁজ নিচ্ছে নবান্ন
Heavy Rain: অতিবৃষ্টির কারণে কেদারনাথ যাত্রা রুট, উত্তরকাশী সহ একাধিক জায়গাতেও ধসের খবর আসছে। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং স্থানীয় প্রশাসন। তৈরি থাকতে বলা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং সেনাবাহিনীকেও।
দেহরাদুন: লাগাতার বৃষ্টি। উত্তরাখণ্ডে বাড়ছে বিপদ। বন্ধ হচ্ছে একের পর এক রাস্তা। আটকে শতাধিক পর্যটক। জলের তোড়ে ভেঙেছে যমুনেত্রীর বাঁধের পাঁচিলও। বন্ধ মদমহেশ্বরের রাস্তা। উত্তরাখণ্ডের এই বন্যা পরিস্থিতির দিকে কড়া নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। রাজ্যের কোনও পর্যটক আটকে আছে কি না, সে বিষয়ে খোঁজখবর নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারও।
অতিবৃষ্টির জেরে শনিবার উত্তরাখণ্ডের তেহরি জেলায়। নেমেছে ভূমিধস। ধসের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪২ বছরের এক মহিলা ও তাঁর ১৫ বছরের মেয়ের। ভেসে গিয়েছে একাধিক বাড়িঘর।
Shocking and sad visuals of landslide from tehri. Whole village came under heavy landslide pic.twitter.com/ytjhp2jyhs
— Amit Thakur (@AmitThakur141) July 28, 2024
অতিবৃষ্টির কারণে কেদারনাথ যাত্রা রুট, উত্তরকাশী সহ একাধিক জায়গাতেও ধসের খবর আসছে। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং স্থানীয় প্রশাসন। তৈরি থাকতে বলা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং সেনাবাহিনীকেও।
A recent landslide in #Uttarakhand‘s Tehri district claimed the lives of a mother & daughter while they were asleep.
At least 50 pilgrims are stranded near Madmaheshwar Temple due to landslides.
Very heavy rains will further continue on July 27 & 29.https://t.co/CCSAooBNgU pic.twitter.com/u5E5KwkRFy
— The Weather Channel India (@weatherindia) July 27, 2024
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী আধিকারিকদের প্রস্তুত থাকতে বলেছেন। ধস নামতে দ্রুত সেই এলাকায় গিয়ে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। বুদ্ধকেদারে একাধিক দোকান ভেসে গিয়েছে। ধর্মগঙ্গা নদীতে তলিয়ে গিয়েছে বাড়িঘর। নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতুও। নদীর পার্শ্ববর্তী এলাকায় যারা থাকেন, তাদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে।