Uttarkashi Flash Flood: ধুয়েমুছে গিয়েছে জাতীয় সড়ক, আটকে উদ্ধারকাজ, উত্তরকাশীতে মৃত্যু বেড়ে ৫
Uttarkashi Flash Flood: গতকাল দুপুর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এনডিআরএফের টিম পাঠানো হয়েছে উদ্ধারকাজে। নিখোঁজ মানুষকে খোঁজার জন্য নামানো হচ্ছে এনডিআরএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর।

দেহরাদুন: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় উত্তরকাশীতে। ধুয়ে মুছে গেল যেন আস্ত একটা গ্রাম। এই বিপর্যয়ে ধারালী গ্রামে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১০০ জনেরও বেশি। আজ, বুধবারও একটানা বৃষ্টি হয়ে যাওয়ায় বাধা পাচ্ছে উদ্ধারকাজ।
মঙ্গলবার দুপুরে হঠাতই বিপর্যয় নেমে আসে উত্তরকাশীতে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে ক্ষীরগঙ্গা নদীতে। সেখান থেকে বিপুল জলস্রোত ও কাদামাটি এসে ভাসিয়ে নিয়ে যায় ধারালী গ্রামের একের পর এক ঘরবাড়ি, হোটেল। এমনকী নিখোঁজ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ানও।
#WATCH | Tehri Garhwal, Uttarakhand: A car has been stuck in the debris ahead of Plasda Chowki near Plasda (Narendranagar) amid continuous heavy rainfall in the area.
(Source: Tehri Police) pic.twitter.com/zBzJTe2EEG
— ANI (@ANI) August 6, 2025
গতকাল দুপুর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এনডিআরএফের টিম পাঠানো হয়েছে উদ্ধারকাজে। নিখোঁজ মানুষকে খোঁজার জন্য নামানো হচ্ছে এনডিআরএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। তাদের দিল্লি থেকে এয়ারলিফ্ট করে আনা হচ্ছে। ভূমিধসের জেরে ৫টি জাতীয় সড়ক সহ মোট ১৬৩টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
#WATCH | Uttarakhand | Visuals from the area en route to the ground zero of the Uttarkashi cloudburst incident. pic.twitter.com/ZLRILr1AHU
— ANI (@ANI) August 6, 2025
গতকাল হড়পা বান ও ধসে ১১ জওয়ান নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ২ জন সেনা জওয়ানকে উদ্ধার হয় গতকাল রাতেই। এখনও নিখোঁজ ৯ জন জওয়ান। এ দিন এনডিআরএফের ডিআইজি অপারেশন মহসিন শাহেদী সাংবাদিক বৈঠক করে জানান, এখনও ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। ১৫০ জনকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় পাঠানো হয়েছে। এনডিআরএফের ৩টে টিম কাজ করছে। আরও ৩টে টিম উদ্ধারকার্যে সামিল হতে আসছে। কিছু টিমকে স্ট্যান্ডবাই টিম রাখা হয়েছে এয়ারপোর্টে। ভারতীয় সেনা, আইটিবিপি (ITBP), এসডিআরএফ (SDRF)-ও উদ্ধারকাজে সাহায্য করছে।
VIDEO | Uttarkashi: Rescue teams reach near Bhatwari where the cloudburst incident occurred yesterday. They are waiting for the collapsed road to reopen to reach ground zero to begin their operations. More details are awaited.
(Full video available on PTI Videos -… pic.twitter.com/ENS6pPNKA5
— Press Trust of India (@PTI_News) August 6, 2025
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে ফোনে কথা বলেন এবং উদ্ধারকাজ নিয়ে আপডেট নেন। কেন্দ্রের তরফে সবধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।
আবহাওয়া দফতরের তরফে আজও লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে আটকে রয়েছে উদ্ধারকাজ।

