AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতে ৩ লাখ কোভিশিল্ডের টিকা পেয়েই মুম্বইয়ের ৫ কেন্দ্রে আজ থেকেই ১৮ উর্ধ্বদের টিকাকরণ শুরু

মুম্বইয়ের যে পাঁচটি কেন্দ্রে টিকাকরণ চলবে, সেগুলি হল নায়ার হাসপাতাল, বিকেসি জাম্বো হাসপাতাল, কুপার হাসপাতাল, সেভেন হিল হাসপাতাল ও রাজাওয়াড়ি হাসপাতাল।

রাতে ৩ লাখ কোভিশিল্ডের টিকা পেয়েই মুম্বইয়ের ৫ কেন্দ্রে আজ থেকেই ১৮ উর্ধ্বদের টিকাকরণ শুরু
টিকাকেন্দ্রে অপেক্ষারত ব্যক্তিদের টোকেন দিচ্ছে পুলিশ। ছবি:PTI
| Updated on: May 01, 2021 | 7:29 AM
Share

মুম্বই: সেরামের পাঠানো ২ লক্ষ টিকা পৌঁছতেই ১৮ উর্ধ্বদের টিকাকরণ শুরু করছে মুম্বই। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ১ মে থেকেই দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তবে একাধিক রাজ্যের তরফে পর্যাপ্ত পরিমাণ টিকা না থাকায় টিকাকরণ শুরু সম্ভব নয় বলেই জানিয়েছে।

মুম্বই তথা মহারাষ্ট্রের তরফেও গতকাল অবধি নির্দিষ্ট দিনে টিকাকরণ শুরু করা সম্ভব নয় বলে জানানো হলেও শুক্রবার রাতে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার তরফে তিন লাখ কোভিশিল্ডের ডোজ় এসে পৌঁছয়। মধ্যরাত অবধি মোট ৩৬টি জেলায় ১০ থেকে ২০ হাজার ভ্যাকসিনের ডোজ় পাঠানো হয়। এরপরই মুম্বই পুরসভার তরফে তৃতীয় দফার টিকাকরণের ঘোষণা করা হয়।

মুম্বইয়ের অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার সুরেশ কাকানি জানান, আজ থেকে মোট পাঁচটি কেন্দ্রে টিকাকরণ চলবে। এগুলি হল নায়ার হাসপাতাল, বিকেসি জাম্বো হাসপাতাল, কুপার হাসপাতাল, সেভেন হিল হাসপাতাল ও রাজাওয়াড়ি হাসপাতাল।

তিনি জানান, ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনা টিকা দেওয়ার জন্য বর্তমানে ২০ হাজার ডোজ় রয়েছে। শনি ও রবিবার কেবলমাত্র এই বয়সসীমার ব্যক্তিদেরই টিকা দেওয়া হবে। ৪৫ উর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ বন্ধই থাকবে। পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন এলে তা ফের শুরু করা হবে। একইসঙ্গে তিনি জানান, ভিড় এড়াতে কেবল আগে থেকে নাম নথিভুক্ত করা ব্যক্তিদেরই করোনা টিকা দেওয়া হবে। সরাসরি টিকাকেন্দ্রে এসে নাম নথিভুক্ত করে টিকা নেওয়া যাবে না।

অন্যদিকে, দিল্লি, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, জম্মু-কাশ্মীর, গোয়া ও পঞ্জাবের তরফেও ভ্যাকসিনের অভাবে আজ থেকে টিকাকরণ শুরু করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে। মহারাষ্ট্রের পাশাপাশি টিকাকরণ শুরু করার কথা জানিয়েছে উত্তর প্রদেশও।

আরও পড়ুন: করোনার চোখরাঙানিতে ৪ মে থেকে ভারতের সঙ্গে উড়ান সংযোগ বিচ্ছিন্ন করল আমেরিকাও