Vande Bharat Sleeper: হাওড়া রুটে বড় সুখবর, ছুটবে ‘বন্দে ভারত স্লিপার’, কোন কোচে উঠতে কত ভাড়া লাগবে, কত হবে স্পিড
Vande Bharat: রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া। এই স্টেশন থেকে একাধিক রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস। এবার স্লিপার ট্রেনও পেতে চলেছে হাওড়া।

নয়া দিল্লি: বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে অনেকদিন ধরেই চলছে চর্চা। কোন রুটে চালানো হবে ওই ট্রেন, জানতে আগ্রহী যাত্রীরা। বিশেষত যারা সাধারণ বন্দে ভারত ট্রেনে চেপেছেন, তাঁরা বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে আশায় রয়েছেন। ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে সেই ট্রেন। বসে নয়, এবার থেকেই শুয়েই যেতে পারবেন বন্দে ভারতে। এবার সামনে এল সব রুট।
হাওড়া থেকে পুরী ও নিউ জলপাইগুড়ি সহ একাধিক স্টেশনে যায় বন্দে ভারত। রাজধানী বা দুরন্তর মতো প্রিমিয়াম ট্রেনও চলে এই রুটে। এবার সেই হাওড়া স্টেশন থেকেই চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন। সূত্রের খবর, বন্দে ভারত স্লিপার ট্রেনের রুটগুলির তালিকায় রয়েছে হাওড়ার নাম।
২০২৪-এর সেপ্টেম্বরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব BEML-এর তৈরি এই বন্দে ভারত স্লিপার ট্রেন উন্মোচন করেন। ‘টাইমস অব ইন্ডিয়া’-য় প্রকাশিত তথ্য অনুযায়ী, সেই ট্রেন হাওড়া থেকে দিল্লি পর্যন্ত ছুটবে বলে।
মোট ১৪৪৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে হাওড়া-দিল্লি রুটের এই ট্রেন। বন্দে ভারত স্লিপার ট্রেনের গতি হবে ১৬০ কিমি প্রতি ঘণ্টা। এই রুটে এত বেশি গতিতে যায় না আর কোনও ট্রেন।
হাওড়া ও নয়া দিল্লির মধ্যে একাধিক স্টেশনে থামবে এই ট্রেন। রেল সূত্রের খবর, কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, ডিডি উপাধ্যায় জংশন, গয়া জংশন, ধানবাদ জংশন ও আসানসোল জংশনে ট্রেন থামবে।
ট্রেনে থাকবে মোট ১৬টি কোচ। থাকবে ১১ টি এসি থ্রি টিয়ার কোচ, ৪টি এসি টু টিয়ার কোচ ও একটি ফার্স্ট ক্লাস এসি কোচ। থ্রি টিয়ারের ভাড়া হবে ৩০০০ টাকা করে, টু টিয়ারের ভাড়া হবে ৪০০০ টাকা করে ও ফার্স্ট ক্লাসের ভাড়া হবে ৫১০০ টাকা।
সূত্রের খবর, দিল্লি থেকে এই স্লিপার ট্রেন ছাড়বে বিকেল ৫টায়। হাওড়ায় ট্রেন পৌঁছবে সকাল ৮টায়। আবার হাওড়া থেকে বিকেল ৫টায় ট্রেন ছেড়ে দিল্লি পৌঁছবে পরের দিন সকাল ৮টায়।
