AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: ফের ‘আলালের ঘরের দুলালে’র স্টান্টবাজি! মৃত্যু মায়ের, লড়ছে মেয়ে

Kanpur accident video: শুক্রবার (৩ অগস্ট), উত্তরপ্রদেশের কানপুরে এক নাবালকের দ্রুতগামী গাড়ির ধাক্কায় স্কুটার থেকে ছিটকে পড়েছিলেন তাঁরা দুজন। শহরের সাকেত নগর রোডে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩০ বছরের ভাবনা মিশ্রর মৃত্যু হয়। তাঁর মেয়ে, ১২ বছরের মেধবী মিশ্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Video: ফের 'আলালের ঘরের দুলালে'র স্টান্টবাজি! মৃত্যু মায়ের, লড়ছে মেয়ে
মর্মান্তিক ঘটনা কানপুরের রাস্তায়Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 03, 2024 | 6:11 PM
Share

কানপুর: ফের রাস্তায় এক ‘আলালের ঘরের দুলালে’র বেপরোয়া গাড়ি। শিকার হলেন এক মহিলা নিহত। তাঁর নাবালিকা মেয়েও গুরুতর আহত হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। শুক্রবার (৩ অগস্ট), উত্তরপ্রদেশের কানপুরে এক নাবালকের দ্রুতগামী গাড়ির ধাক্কায় স্কুটার থেকে ছিটকে পড়েছিলেন তাঁরা দুজন। শহরের সাকেত নগর রোডে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩০ বছরের ভাবনা মিশ্রর মৃত্যু হয়। তাঁর মেয়ে, ১২ বছরের মেধবী মিশ্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, এক ডাক্তারের ক্লিনিক থেকে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন মা আর মেয়ে। সেই সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দ্রুতগামী গাড়িটির স্টিয়ারিংয়ে ছিল এক নাবালক চালক। ১৭ বছরের কিশোরটি দ্বাদশ শ্রেণির ছাত্র। গাড়িটিতে তাঁর সঙ্গে আরও তিনজন নাবালক ছিল। তারা সকলেই স্কুলে যাওয়ার নাম করে ওই গাড়িটি নিয়ে রাস্তায় ফুর্তি করছিল। গাড়ির বিভিন্ন স্টান্ট করার চেষ্টা করছিল। দুর্ঘটনায় গাড়ির সওয়ারি চারজনই ছোটখাটো আঘাত পেয়েছে। কানপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ADCP), অঙ্কিত শর্মা জানিয়েছেন ইতিমধ্যেই ওই নাবালক চালক এবং তার বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। নিহত ভাবনা মিশ্রর স্বামী, অনুপ মিশ্র তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে, ওই কিশোর চালকের বিরুদ্ধে হত্যা এবং বেপরোয়া গাড়ি চালনা-সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, একটি লাল রঙের স্কুটারে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন হতভাগ্য মা আর মেয়ে। মা স্কুটারটি চালাচ্ছেন, পিছনে বসে রয়েছে মেয়ে। একটু পরেই দেখা যায়, একটি দ্রুতগামী গাড়িটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পিছলে গিয়ে সজোরে ধাক্কা মারছে স্কুটারটিকে। আরেক ক্যামেরা অ্যাঙ্গেলে ধরা পড়েছে ধাক্কা লাগার পরের ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, ওই মহিলা এবং তাঁর মেয়ে দুজনেই স্কুটার থেকে ছিটকে যায়। তাদের স্কুটারটিও মাটিতে ছেঁচড়ে এসে ধাক্কা মারে ফুটপাথে দাঁড়িয়ে থাকা আরেকটি মোটরবাইকে।

এই ভিডিয়ো ব্যাপক ক্ষোভ তৈরি করেছে নেটিজেনদের মধ্যে। মে মাসে, পুণের কল্যাণী নগরে একইভাবে ১৭ বছরের বেদান্ত আগরওয়ালের পোরশে গাড়ি ধাক্কা মেরেছিল অনীশ আওয়াধিয়া এবং অশ্বিনী কোস্তা নামে দুই তথ্য প্রযুক্তি কর্মীকে। এক পার্টি থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনার সময় পুরোপুরি মদ্যপ অবস্থায় ছিলেন বেদান্ত। তারপর থেকে এই আলালের ঘরের দুলালদের বেপরোয়া গাড়ির ধাক্কায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই ধরনের ঘটনা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে, দুর্ঘটনা আটকানো যাচ্ছে না।