Video: একমাথা এলো চুল, গায়ে সাদা চাদর, রাজস্থানের হাভেলিতে এ কার গা ছমছমে উপস্থিতি?
Rajasthan Woman dressed as Manjulika: রাজস্থানের ভরতপুরের এক পুরোনো হাভেলি। গত কয়েকদিন ধরে এই হাভেলিতে অতিলৌকিক দৃশ্য দেখার দাবি করছেন পর্যটকরা।
জয়পুর: রাজস্থানের ভরতপুরের এক পুরোনো হাভেলি, বর্তমানে এক বিলাসবহুল রিসর্ট। গত কয়েকদিন ধরে এই হাভেলিতে অতিলৌকিক দৃশ্য দেখার দাবি করছেন পর্যটকরা। তাঁদের দাবি, হাভেলির আনাচে কানাচে ঘুরে বেড়ায় এক মহিলা। তার মাথায় লম্বা এলো চুল। গায়ে জড়ানো ধবধবে সাদা চাদর। কখনও হাভেলির শোওয়ার ঘরে দেখা যাচ্ছে তার অবয়ব। কখনও লম্বা করিডোরে দেখা যাচ্ছে এক ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে যাচ্ছে সে। কখনও দাঁড়িয়ে থাকছে দরজার পাশে। পর্যটকরা এলেই এক লাফে হাজির হচ্ছে সামনে। কখনও বা হাভেলির চাতালে হেঁটে বেড়াচ্ছে নিজের মনে। আতঙ্কিত পর্যটকদের দিকে মনোযোগই নেই তার। লিফটেও উঠে পরছে সে। কখনও তাকে দেখা যাচ্ছে হাভেলির জানলার বসে পা দোলাতে বা নিচের বাগানে দোলনায় দোল খেতে। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ভরতপুরে।
এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন, ওই মহিলার অবয়ব দেখে তাঁদের বলিউডি ফিল্ম ‘ভুল ভুলাইয়া’র চরিত্র মঞ্জুলিকার কথা মনে এসেছে। তবে, না এই ঘটনার নেপথ্যে কোনও ভূতের কাহিনি নেই। ভুলভুলাইয়ার মঞ্জুলিকাও সে নয়। এটা আসলে একদল প্র্যাঙ্কস্টারের কাজ। মানুষকে ভয় দেখিয়ে মজা করাই এর উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যে তার যে সফল, তার প্রমাণ ভাইরাল হওয়া ভিডিয়োটিই। ভিডিয়োতে আচমকা সাদা চাদর জড়ানো, এলো চুলের মহিলার অবয়ব দেখে আঁতকে উঠতে দেখা গিয়েছে পর্যটকদের। আতঙ্কে চিৎকার করে উঠেছেন অনেকে। ভয়ে দৌড় লাগিয়েছেন। আবার কেউ কেউ ওই মহিলাকেই পাল্টা আক্রমণ করেছেন। তবে, পরে এটা নিছক মজা বুঝতে পেরে সকলেই আনন্দ পেয়েছেন।
Dressed up as monjulika to scare the residents of Bharatpur & this is how it went ? pic.twitter.com/K4v8Oii00U
— prisha. (@prishafknwalia) January 8, 2023
প্রিশা নামে এক টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “ভরতপুরের বাসিন্দাদের ভয় দেখাতে মঞ্জুলিকার মতো পোশাক পরেছিলাম, দেখুন কী ঘটেছে।” ভিডিয়োটি প্রচুর মানুষ লাইক এবং শেয়ার করেছেন। অনেকে আবার জানতে চেয়েছেন, আপাদমস্তক সাদা চাদর জড়িয়ে হাঁটতে গিয়ে, তিনি পায়ে চাদর জড়িয়ে পড়ে যাননি তো? আরেকজন জানিয়েছেন, ভরতপুরে ঘুরতে গিয়ে তিনি ওই হাভেলিতেই উঠেছিলেন। তাঁর সেই সময়ই মনে হয়েছিল, ভুলভুলাইয়া সিনেমার সেটের সঙ্গে ওই হাভেলি রিসর্টটির দারুণ মিল রয়েছে।