Viral Video of Students Drinking: চলন্ত বাসে হুল্লোড়, বিয়ারের বোতলে চুমুক পড়ুয়াদের, ভাইরাল ভিডিয়ো

Viral Video of Students Drinking: মনে করা হচ্ছে, স্কুল বাস ছিল ওটি। কোনও একটি বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারাই স্কুলবাসে দাঁড়িয়ে বিয়ার খাচ্ছিলেন।

Viral Video of Students Drinking: চলন্ত বাসে হুল্লোড়, বিয়ারের বোতলে চুমুক পড়ুয়াদের, ভাইরাল ভিডিয়ো
ছবি:ভাইরাল ভিডিয়ো থেকে সংগৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2022 | 2:16 PM

চেন্নাই: চলন্ত বাস, সিট ছেড়ে বাসের মাঝের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে কয়েকজন স্কুল পড়ুয়া। প্রথমে দেখে কোনও স্কুল পিকনিকের ভিডিয়ো বলেই মনে হলেও, ভিডিয়োটি কিছুটা এগোতেই দেখা গেল ছাত্র-ছাত্রীদের হাতে ধরা মদের বোতল। সকলের সামনেই তা পান করছে পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি ভাইরাল হতেই নেটমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। স্কুল পড়ুয়ারা কোথা থেকে মদের বোতল পেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, তামিলনাড়ুর চেঙ্গালাপাট্টু জেলার একটি সরকারি স্কুলের পড়ুয়ারাই এই কাণ্ড ঘটিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি স্কুলেরই কোনও এক পড়ুয়া রেকর্ড ও আপলোড করেছে বলে জানা গিয়েছে। চেঙ্গালপাট্টুর একটি সরকারি স্কুলেরই পড়ুয়াদের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাত্রীদের হাতে ধরা রয়েছে বিয়ারের বোতল। বাসের মধ্যেই হুল্লোড় করতে করতে তাঁদের বিয়ারের বোতলে চুমুক দিতে দেখা যায়।

প্রথমে মনে করা হয়েছিল, ওই ভিডিয়োটি হয়তো পুরনো। পরে জানা যায়, গত মঙ্গলবারের ঘটনা এটি। থিরুকাজ়ুকুন্দ্রাম থেকে থাচুর অবধি যাচ্ছিল ওই বাসটি। মনে করা হচ্ছে, স্কুল বাস ছিল ওটি। কোনও একটি বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারাই স্কুলবাসে দাঁড়িয়ে বিয়ার খাচ্ছিলেন।

ভিডিয়োটি ভাইরাল হতেই নেটাগরিকরা প্রশ্ন তুলেছেন, কীভাবে স্কুল পড়ুয়ারা বিয়ার পেলেন এবং স্কুলবাসের মধ্যেই তারা কীভাবে মদ্যপান করল। স্কুলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্কুলবাসে নজরদারির জন্য কোনও কর্মচারী ছিলেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

জেলা শিক্ষা আধিকারিকদের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনাটি তাদের নজরে এসেছে এবং তদন্তও শুরু হয়েছে। তদন্ত শেষ হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: Rupa Ganguly’s Video on Bagtui Massacre: সংসদে হাউহাউ করে কাঁদলেন রূপা 

আরও পড়ুন: Kerala COVID Fine Collection: কোভিডে আয় ৩৫০ কোটি! পিনারাই সরকারের নতুন কীর্তি 

আরও পড়ুন: Woman Harassment: কেউ শুনলই না বৃদ্ধার কথা, মেটাল ডিটেকটরে শব্দ হতেই বিমানবন্দরে জামা-কাপড় খোলাল রক্ষীরা!