AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: ডিগ্রির বালাই নেই, নিরাপত্তারক্ষীই হয়ে গেলেন চিকিৎসক! রোগীকে দিলেন ইঞ্জেকশনও

Viral Video: পথ দুর্ঘটনায় আহত এক যুবককে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। তাঁর পা থেকে রক্ত পড়ছিল। মাথাতেও চোট ছিল। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায়, নিরাপত্তারক্ষীই আহত রোগীর ড্রেসিং করেন।

VIDEO: ডিগ্রির বালাই নেই, নিরাপত্তারক্ষীই হয়ে গেলেন চিকিৎসক! রোগীকে দিলেন ইঞ্জেকশনও
রোগীর চিকিৎসা করছেন নিরাপত্তা রক্ষী।Image Credit: X
| Updated on: Nov 03, 2024 | 1:35 PM
Share

পটনা: ইউটিউব দেখে ইসিজি-র পর এবার চিকিৎসকের ভূমিকায় নিরাপত্তারক্ষী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। ধরা পড়ল সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চরম অব্যবস্থার ছবি। এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে আসেন চিকিৎসার জন্য। কিন্তু চিকিৎসকের বদলে ইউনিফর্ম পরা নিরাপত্তারক্ষীকেই রোগীর পায়ে ব্যান্ডেজ করতে দেখা যায়। এমনকী রোগীকে ইঞ্জেকশনও দেন ওই নিরাপত্তারক্ষী।

ভয়ঙ্কর এই ভিডিয়োটি বিহারের মুজাফফরপুরের এক সরকারি স্বাস্থ্যকেন্দ্রের। ভাইরাল ভিডিয়োয় স্বাস্থ্যকেন্দ্রে চরম অব্যবস্থার ছবি ধরা পড়েছে। চিকিৎসকের বদলে রোগীকে ইঞ্জেকশন দেন নিরাপত্তারক্ষী।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুজাফ্ফরপুরের মুসাহরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গতকাল পথ দুর্ঘটনায় আহত এক যুবককে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। তাঁর পা থেকে রক্ত পড়ছিল। মাথাতেও চোট ছিল। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায়, নিরাপত্তারক্ষীই আহত রোগীর ড্রেসিং করেন। তিনিই রোগীর পায়ে ব্যান্ডেজ বেঁধে দেন এবং ইঞ্জেকশনও দেন।

ভিডিয়ো ভাইরাল হতেই যদিও নিরাপত্তারক্ষীর সাফাই, রোগী যন্ত্রণায় কাতরাচ্ছিল। তখন চিকিৎসকও ছিলেন না। তাই তড়িঘড়ি তিনিই ব্যান্ডেজ করে দেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই এক বিজেপি নেতা স্বাস্থ্য দফতর ও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান।