বয়স ৪৫-এর বেশি হলেই মিলতে পারে টিকা, কোন কোন শর্ত রেখেছে কেন্দ্র?

কী কী কোমর্বিডিটি থাকলে মিলবে টিকা (COVID vaccine)? এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা...

বয়স ৪৫-এর বেশি হলেই মিলতে পারে টিকা, কোন কোন শর্ত রেখেছে কেন্দ্র?
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 28, 2021 | 9:35 PM

নয়া দিল্লি: প্রথম দফায় করোনা টিকা (COVID Vaccine) পেয়েছেন চিকিৎসক ও প্রথম সারির যোদ্ধারা। ১ মার্চ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাকরণ। সেই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। এই দফায় টিকা পাবেন ৬০ বছরের বেশি বয়স্করা। টিকা পাবেন ৪৫ বছরের বেশি কো-মর্বিডিটি যুক্তরাও। তবে কী কী কো-মর্বিডিটি থাকলে মিলবে টিকা? সে বিষয়টাই পরিষ্কার ছিল না। তবে নির্দেশিকা প্রকাশ করে কেন্দ্র কো-মর্বিডিটির তালিকা প্রকাশ করেছে। কেন্দ্রের তরফে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রেও টিকা দেওয়ার কথা জানিয়েছে। যেখানে সাধ্যের মধ্যেই টাকা দিয়ে টিকা পেতে পারেন আম আদমিরা। কেন্দ্রের তরফে প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ২৫০ টাকার বেশি নিতে পারবে না প্রতি ডোজ়ে। কী কী কোমর্বিডিটি থাকলে মিলবে টিকা? এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা…

১.গত ১ বছরে যদি কেউ হৃদযন্ত্রের গুরুতর কোনও সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। ২.পোস্ট কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট বা লেফ্ট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস (LVAD)এর ক্ষেত্রেও টিকা মিলবে। ৩. যদি লেফ্ট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাঙ্কশান থাকে (এনভিইএফ যদি ৪০ শতাংশের কম হয়), সেক্ষেত্রেও করোনা টিকা পাওয়ার জন্য উপযুক্ত বলে গণ্য হবে। ৪. হৃদযন্ত্রে যদি ভালভুলার হার্ট ডিজ়িজ থাকে, সে ক্ষেত্রেও ওই ব্যক্তিকে টিকা পাওয়ার উপযুক্ত হিসেবে ধরা হবে। ৫.কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে তাহলেও টিকা পেতে পারেন ৪৫ বছরের বেশি কোনও ব্যক্তি। ৬. করোনারি আর্টারি ডিজিজ থাকলেও ওই ব্যক্তি টিকা পাবেন। ৮. সিটি বা এমআরআই স্ট্রোক হয়ে থাকলেও করোনা টিকা পাওয়ার উপযুক্ত বলে গণ্য হবেন কোনও ব্যক্তি। ৯.পালমোনারি আর্টারি হাইপারটেনশন থাকলে তা করোনা টিকা পাওয়ার উপযুক্ত হবে। ১০.১০ বছরের বেশি ডায়াবেটিস বা হাইপারটেনশনের চিকিৎসা জারি থাকলেও ওই ব্যক্তি করোনা টিকা পাবেন। ১১.কিডনি, লিভার বা হেমাটোপোয়টিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট থাকলেও টিকা মিলবে।

এছাড়াও কিডনির রোগ, ডিকমপেনসেটেড সিরোসিস, শ্বাসযন্ত্রের রোগ, লিম্ফোমা, লিউকোমিয়া ও ক্যানসার থাকলে করোনা টিকা পাবেন ৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা।

আরও পড়ুন: আগামিকাল থেকে শুরু দ্বিতীয় দফা,কীভাবে পাবেন টিকা?