সোমবার থেকে শুরু দ্বিতীয় দফা, কীভাবে পাবেন টিকা?
৬০ বছরের বেশি বয়সীরা ও ৪৫ বছরের বেশি বয়সী যাঁদের কোমর্বিডিটি আছে, তাঁরা করোনা টিকা পাবেন। কিন্তু আবেদন করতে হবে কীভাবে? কয়েকটি ধাপে জেনে নেওয়া যাক সেই পদ্ধতি...
নয়া দিল্লি: প্রথম দফায় করোনা টিকা পেয়েছেন প্রথম সারির যোদ্ধা ও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। ১ মার্চ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার করোনা টিকাকরণ। এ বার করোনা টিকা পেতে পারেন আম আদমিও। তবে সে ক্ষেত্রেও বেশ কয়েকটি শর্ত রেখেছে কেন্দ্রীয় সরকার। আগেই কেন্দ্র জানিয়েছিল, করোনা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তাই কো-উইন পোর্টাল বানিয়েছে কেন্দ্র। কো-উইন, আরোগ্য সেতু মোবাইল অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করা যাবে।
আগামিকাল অর্থাৎ সোমবার সকাল ৯টা থেকে চালু হবে কো-উইন পোর্টাল। সেখানে কয়েকটি ধাপেই রেজিস্ট্রেশন করা যাবে। এই দফায় ৬০ বছরের বেশি বয়সীরা ও ৪৫ বছরের বেশি বয়সী যাঁদের কোমর্বিডিটি আছে, তাঁরা করোনা টিকা পাবেন। কিন্তু আবেদন করতে হবে কীভাবে? কয়েকটি ধাপে জেনে নেওয়া যাক সেই পদ্ধতি…
রেজিস্ট্রেশন: মোবাইল নম্বর ও পরিচয়পত্রের মাধ্যমে কো-উইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এক জন সর্বোচ্চ ৪ জনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
লগইন: রেজিস্ট্রেশন হয়ে গেলে কো-উইন অ্যাপে লগ ইন করতে হবে। সেখানে রেজিস্টারড ফোন নম্বরের ওটিপিও জমা করতে হবে।
ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট: এরপর তারিখ ও সেশন সাইট মিলিয়ে টিকা নেওয়ার জায়গা স্থির করতে হবে। পরবর্তীকালে এই টিকাকরণের সময় ও স্থান পরিবর্তন করার সুযোগ থাকবে।
টিকাকরণ: একবার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে অ্যাপয়েন্টমেন্টের প্রমাণপত্র ডাউনলোড করে নেওয়া যাবে। এ ছাড়া ফোনেও রেজিস্টারড মোবাইল নম্বরে সেই অ্যাপয়েন্টমেন্টের তথ্য এসএমএসে আসবে। তারপর নির্দিষ্ট দিনে টিকাকরণ কেন্দ্র থেকে টিকা নিয়ে আসতে হবে। ২৮ দিন পরে পরবর্তী ডোজ় স্থির হয়ে যাবে।
আরও পড়ুন: ভিডিয়ো: ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে গর্বিত’, ভূস্বর্গে মোদীর প্রশংসায় পঞ্চমুখ আজ়াদ