AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sam Pitroda: ‘পাকিস্তান-বাংলাদেশে গেলে বাড়ির মতো লাগে’, ফের বিতর্কে শ্যাম পিত্রোদা

Sam Pitroda in Controversy: বিদেশি নীতি তৈরির ক্ষেত্রে নয়া দিল্লিকে প্রতিবেশীদের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শও দিলেন। রাহুল গান্ধী ঘনিষ্ঠ নেতার মন্তব্যেই এখন চর্চা তুঙ্গে। অনেকেই বলছেন এ মন্তব্য করে আদতে দলের অস্বস্তিই আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছেন তিনি।

Sam Pitroda: ‘পাকিস্তান-বাংলাদেশে গেলে বাড়ির মতো লাগে’, ফের বিতর্কে শ্যাম পিত্রোদা
শ্যাম পিত্রোদাImage Credit: X
| Edited By: | Updated on: Sep 19, 2025 | 8:08 PM
Share

নয়া দিল্লি: পাকিস্তান, বাংলাদেশ বা নেপালে গেলে তাঁর কখনওই বিদেশে থাকার অনুভূতি হয় না। উল্টে বাড়ির মতোই মনে হয়। কে বলছেন এ কথা? বলছেন, ওভারসিস কংগ্রেসের প্রধান (Overseas Congress Chief) সাম পিত্রোদার (Sam Pitroda)। তা নিয়েই শোরগোল শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতির আঙিনায়। একেবারে সোজাসাপটা বিদেশ নীতি বদলের পক্ষে জোরাল সওয়াল করতে দেখা গেল তিনি। 

বিদেশি নীতি তৈরির ক্ষেত্রে নয়া দিল্লিকে প্রতিবেশীদের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শও দিলেন। রাহুল গান্ধী ঘনিষ্ঠ নেতার মন্তব্যেই এখন চর্চা তুঙ্গে। অনেকেই বলছেন এ মন্তব্য করে আদতে দলের অস্বস্তিই আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশের মত, যেখানে দুই দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে, যেখানে সামনে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন ঠিক তার আগে বাংলাদেশ, পাকিস্তান নিয়ে এ মন্তব্য খুবই চাপের। 

ঠিক কী বলেছেন তিনি?  

যদিও তিনি স্পষ্টই বলছেন, “আমার মতে, আমাদের বিদেশ নীতি তৈরির সময় প্রতিবেশীদের উপরই সবথেকে বেশি নজর দেওয়া উচিত। আমরা কি সত্যিই আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে পারি? আমি পাকিস্তানে গিয়েছি। আমি অবশ্যই বলতে পারি সেখানে আমি আমার নিজের বাড়ির মতো অনুভব করেছি। আমি বাংলাদেশে গিয়েছি, আমি নেপালে গিয়েছি, সেখানেও একই অনুভূতি পেয়েছি। আমার মনেই হয় না যে আমি কোনও বিদেশের মাটিতে রয়েছি।” তবে এ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই খোঁচা দিতে ছাড়ছে না গেরুয়া শিবির। তোপের পর তোপ দেগেই চলেছেন বিজেপি নেতারা।